Tangra Fire: 'জতুগৃহ' ট্যাংরায় ফের বিধ্বংসী আগুন, নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন
ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঝুপড়িতে বড় অগ্নিকাণ্ড। আরও একবার ট্যাংরাতে লাগল বড় আগুন। স্থানীয়রা জানান, প্রথমে ঝুপড়ির পাশের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
কলকাতা, ২৪ এপ্রিল: Tangra Fire. ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঝুপড়িতে বড় অগ্নিকাণ্ড। আরও একবার ট্যাংরাতে লাগল বড় আগুন। স্থানীয়রা জানান, প্রথমে ঝুপড়ির পাশের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। সেই থেকেই ঝুপড়িতে আগুন লাগে। এদিকে ওই এলাকায় থাকা কয়েকটি গ্যারাজে আগুন লাগে। একের পর এক এক গ্যারাজে ছড়িয়ে পড়ে আগুন। জ্বলতে থাকে গাড়িগুলি। এর কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে গ্যারাজের অস্থায়ী চাল। পরপর কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও সংবাদমাধ্যমে প্রকাশ।
স্থানীয়দের মতে, ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম আগুন নেভাতে আসে দমকলের ৬টি ইঞ্জিন, পরে আগুনের বহর বাড়লেও আরও ৪টি ইঞ্জিন ডাকতে হয়। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে দমকলের বিশাল বাহিনী। আরও পড়ুন: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গেও সারতে পারেন বৈঠক
দেখুন টুইট
অনেকটা দূর থেকেও দেখা যাচ্ছে ট্যাংরার আগুনের লেলিহান শিখা। খুব ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ অসুবিধা হচ্ছে দমকলের। রবিবার ছুটির দিন হওয়ায় গ্যারেজ বন্ধ ছিল। কী করে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। ট্যাংরাতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।