Fire At Sonarpur Local Train: অফিস টাইমে সোনারপুর লোকালে আগুন, কিছুক্ষণের জন্য বন্ধ ট্রেন চলাচল

রেল গাড়ির কামরায় হঠাৎ আগুন (Fire)। সোনারপুর (Sonarpur) লোকাল শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে ঢুকছিল। আচমকা ট্রেন থেকে ধোঁয়া বেরতে থাকে। পার্ক সার্কাস স্টেশন ঢুকতেই যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ডাউন লাইনের ট্রেন চলাচল।

লোকাল ট্রেন। (Photo Credits: ANI)

কলকাতা, ১২ফেব্রুয়ারি: রেল গাড়ির কামরায় হঠাৎ আগুন (Fire)। সোনারপুর (Sonarpur) লোকাল শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে ঢুকছিল। আচমকা ট্রেন থেকে ধোঁয়া বেরতে থাকে। পার্ক সার্কাস স্টেশন ঢুকতেই যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ডাউন লাইনের ট্রেন চলাচল।

এই সময়ের খবর অনুযায়ী, বুধবার সকাল ৮.২২-এ শিয়ালদহ থেকে ছেড়েছিল সোনারপুর লোকাল। ট্রেনটি পার্ক সার্কাস স্টেশনে ঢোকার আগেই ইঞ্জিন লাগোয়া প্রথম কামরা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এতেই চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কোনওক্রমে ট্রেনটি স্টেশনে পৌঁছলে যাত্রীরা লাফিয়ে স্টেশনে নেমে পড়েন। ট্রেনটি পুরো খালি করে দেওয়া হয়। আরও পড়ুন, মাঘের শেষেও চাদরে মুড়ে বাংলা, বৃহস্পতিবার থেকে চড়বে পারদ

ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছন। কী সমস্যা হয়েছে, কেন ধোঁয়া বেরল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটি বেশ কিছুক্ষণ পার্ক সার্কাস স্টেশনেই দাঁড়িয়ে থাকে। পরে সেটিকে কারশেডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে ডাউন লাইনে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।