Fake Vaccine Case: ৬ বছরে গায়েব কয়েক কোটি, ভুয়ো আইএএস দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার বিএসএফের উর্দি

কলকাতা পুরসভার আর্বান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট খোলেন দেবাঞ্জন দেব। গত কয়েক বছরে সেখান থেকে ২ কোটির বেশি অর্থ দেবাঞ্জন সরিয়ে ফেলেন বলে খবর।

দেবাঞ্জন দেব, ছবি ট্যুইটার

কলকাতা, ৩ জুলাই: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পান্ডা দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে । ভুয়ো ভ্য়াকসিন (Fake Vaccine) কাণ্ডের তদন্ত শুরুর পর জানা যায়, ১০টি অ্যাকাউন্ট থেকে দেবাঞ্জন দেব প্রায় ৩ কোটি টাকা সরিয়েছেন। ১০টি ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমেই দেবাঞ্জন ওই বিপুল অর্থ সরিয়েছেন বলে খবর।

পাশাপাশি ভুয়ো আইএএসের বাড়ি থেকে বিএসএফের একটি উর্দিও উদ্ধার করা হয়েছে বলে খবর। বিএসএফের (BSF) আধিকারিক সেজে দেবাঞ্জন দেবের আরও কোনও বড় পরিকল্পনা ছিল কি না, সে বিষয়েও সিট খোঁজ শুরু করেছে। বিএসএফের ওই উর্দি কীভাবে দেবাঞ্জন দেবের হাতে এলে, সে বিষয়েও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন:  Aamir-Kiran: আমির-কিরণের বিচ্ছেদের জন্য দায়ি কে? কটূক্তির মুখে ফাতিমা সানা শেখ

কলকাতা পুরসভার আর্বান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট খোলেন দেবাঞ্জন দেব। গত কয়েক বছরে সেখান থেকে ২ কোটির বেশি অর্থ দেবাঞ্জন সরিয়ে ফেলেন বলে খবর।

এসবের পাশপাশি দেবাঞ্জনের মেল আইডি খতিয়ে দেখতে পদক্ষেপ করা হচ্ছে। দেবাঞ্জনের মেল আইডিতে কী কী তথ্য বা রহস্য লুকিয়ে রয়েছে, তা খোলসা করতে গুগলের সাহায্য নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে।