Sarala Murmu: তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি দলত্যাগী সরলা মুর্মুরও
সোনালি গুহর পর এবার সরলা মুর্মু (Sarala Murmu)। দলে ফিরতে চেয়ে মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) আর্জি জানালেন দলত্যাগী সরলা মুর্মু। বিধানসভা ভোটে তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করে তৃণমূল। তারপরেও দলত্যাগ করে যোগ দেন গেরুয়া শিবিরে। নির্বাচন শেষে এবার দলে ফিরতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেন। তিনি জানিয়েছেন, ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই ফিরতে চাই।
কলকাতা, ২৩ মে: সোনালী গুহর পর এবার সরলা মুর্মু (Sarala Murmu)। দলে ফিরতে চেয়ে মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) আর্জি জানালেন দলত্যাগী সরলা মুর্মু। বিধানসভা ভোটে তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করে তৃণমূল। তারপরেও দলত্যাগ করে যোগ দেন গেরুয়া শিবিরে। নির্বাচন শেষে এবার দলে ফিরতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেন। তিনি জানিয়েছেন, ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই ফিরতে চাই।
দল ছাড়ার সময় তিনি জানিয়েছিলেন,""তৃণমূল থেকে শুধু পোস্ট দেওয়া হয় কোনও কাজ করতে দেওয়া হয় না। অনেক নেতা কাজ করতে বারণ করে। শান্তি-শৃঙ্খলা কিছুই নেই।" এমনকি তিনি এও জানান, বিজেপি থেকে তাঁর চাওয়ার কিছু নেই। নিঃস্বার্থভাবেই যোগ দিয়েছেন। তবে নির্বাচন মিটতেই উল্টো সুর কেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, সোনালী গুহের দিদিকে লেখা চিঠি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ
এখন তিনি জানাচ্ছেন অভিমানে দল ছেড়ে চলে গিয়েছিলেন। তৃণমূলে ফিরতে চেয়ে তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁরা রাগ-অভিমানে দল ছেড়ে গেছেন, তাঁদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনিও তৃণমূলে ফিরতে চান।
যদিও দলত্যাগীদের দলে ফেরানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও মত জানানো হয়নি।