ED Summons Former IPS officer Surajit Kar Purkayastha: সারদা মামলায় ইডির তলব উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থকে

সারদাকাণ্ডে রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিত্‍ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। তিনি ছাড়াও আরও একজন আইপিএস অফিসারকে রজত মজুমদারকেও তলব করে পুলিশ। রজত মজুমদার আজই সল্টলেক সিজিও কমপ্লেক্সে যান। আগামী ২৫ মার্চ আসবেন সুরজিৎ কর পুরকায়স্থ।

সুরজিত্‍ কর পুরকায়স্থ (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৯ মার্চ: সারদাকাণ্ডে রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিত্‍ কর পুরকায়স্থকে (Surajit Kar Purkayastha) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি (ED)। তিনি ছাড়াও আরও একজন আইপিএস অফিসারকে রজত মজুমদারকেও তলব করে পুলিশ। রজত মজুমদার আজই সল্টলেক সিজিও কমপ্লেক্সে যান। আগামী ২৫ মার্চ আসবেন সুরজিৎ কর পুরকায়স্থ।

এর আগে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন রজত মজুমদার। পরে জামিন পেয়ে তিনি মুক্ত হন। দিন কয়েক আগে তৃণমূলের দুই প্রার্থী, কামারহাটির প্রার্থী মদন মিত্র এবং জোড়াসাঁকোর প্রার্থী বিবেক গুপ্ত ইডির কার্যালয়ে গিয়ে নিজেদের বয়ান দিয়ে আসেন।

আরও পড়ুন, আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম ১ ব্যক্তি

জামিনে পাওয়ার পর বারবার ইডির তলব পেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি যাবতীয় তদন্তে তদন্তকারী সংস্থাকে সাহায্য করে এসেছিলেন বলে জানিয়েছিলেন।