Serial Killer Sentenced To Death: সিরিয়াল কিলার চেন খুনির ফাঁসির রায়, কালনার আদালতে সাজা ঘোষণা

পূর্ব বর্ধমানের চেন খুনি (serial killer chain man) কামরুজ্জামান সরকারকে ফাঁসির সাজা শোনালো কালনার আাদাল। বিচারক সোমবার এই সাজা ঘোষণা করেন। ২০১৩-১৯ এই সময় কালে বর্ধমান ও হুগলিতে একের পর এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে। সবকটাতেই দেখা গিয়েছে বাড়িতে একা থাকা মহিলারাই খুনির শিকার। কোথাও গলায় চেন জড়িয়ে খুন। কোথাও বা খুনের পর ধর্ষণ। মৃতার দেহ উদ্ধার হলে দেখা গিয়েছে শরীর জুড়ে নানা নৃশংসতার ছাপ বর্তমান। সোমবার কালনা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপনকুমার মণ্ডল এই নৃশংসতাকে বিরলতম আখ্যা দিয়ে ফাঁসির সাজা শোনান। গত বছর জুনে পুলিশ সিরিয়াল কিলার কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।

প্রতীকী ছবি(Photo Credit -pixabay)

কালনা, ৭ জুলাই: পূর্ব বর্ধমানের চেন খুনি (serial killer chain man) কামরুজ্জামান সরকারকে ফাঁসির সাজা শোনালো কালনার আাদাল। বিচারক সোমবার এই সাজা ঘোষণা করেন। ২০১৩-১৯ এই সময় কালে বর্ধমান ও হুগলিতে একের পর এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে। সবকটাতেই দেখা গিয়েছে বাড়িতে একা থাকা মহিলারাই খুনির শিকার। কোথাও গলায় চেন জড়িয়ে খুন। কোথাও বা খুনের পর ধর্ষণ। মৃতার দেহ উদ্ধার হলে দেখা গিয়েছে শরীর জুড়ে নানা নৃশংসতার ছাপ বর্তমান। সোমবার কালনা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপনকুমার মণ্ডল এই নৃশংসতাকে বিরলতম আখ্যা দিয়ে ফাঁসির সাজা শোনান। গত বছর জুনে পুলিশ সিরিয়াল কিলার কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে করোনা আক্রান্ত ৭ লক্ষ ছাড়ালো, রাজধানীতে কোভিড রোগীর সংখ্যা লক্ষাধিক

তার আগে পূর্ববর্ধমানের এক কিশোরীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করে সে। কালনার সিঙেরকোনে এলাকায় ঘটে ওই নারকীয় অত্যাচার। এদিন চেন খুনির ফাঁসির সাজা শুনে স্বস্তি পেয়েছেন নাবালিকার মা। তিনি জানান, ‘‘আমার মেয়ে কোনও অপরাধ করেনি। অথচ, কী নিষ্ঠুর ভাবে খুন হল! ওর (কামরুজ্জামান) ফাঁসিই চেয়েছিলাম। অনেক দিন পরে একটু শান্তিতে ঘুমোতে পারব।’’ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ‘চেন-খুনি’র বিরুদ্ধে অন্য মামলাগুলিতেও চার্জশিট জমা পড়েছে। শুনানিও শুরু হয়েছে। এদিকে এমন সাজা শোনার পর যাদের মনে এই ধরনের অপরাধ ঘটানোর ইচ্ছে রয়েছে তারা তা পোষণ করবে না।

যদিও সাজা শুনে আসামী কামরুজ্জামানের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে ধরে বেঁধে বিভিন্ন মামলায় ফাঁসিয়েছে। একই দাবি স্ত্রী জাহানার বিবিরও। বাড়িতে দুই ছেলেমেয়ে রয়েছে চেন খুনির। তার ফাঁসির খবর সংসার অন্ধকারে