Tremors felt in Kolkata: কেঁপে উঠল কলকাতা, কম্পন হাওড়া সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়
কম্পন অনুভব করলেন! কলকাতায় হয়ে গেল মৃদু ভূমিকম্প। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ কম্পন অনুভত হল শহরে। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কম্পন অনুভূত হয়।
কলকাতা, ৩ জুলাই: Tremors felt in Kolkata and parts of West Bengal around 4:30pm today। কম্পন অনুভব করলেন! কলকাতায় হয়ে গেল মৃদু ভূমিকম্প (Eartquake)। শনিবার বিকেল ৪টে ৪২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভূমিকম্পের উত্সস্থল এবং কম্পনের মাত্রা সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। ভূমিকম্পে হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।
কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয় দাঁতন, বেলদা, ঘাটালেও।
ভূমিকম্পের উত্স এখনও জানা যায়নি। মৃদু কম্পন অনুভূত হয় সর্বত্র। আরও পড়ুন- জানেন ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরী বাঙালী কন্যার অজানা কথা
গত ২৮ জুলাই গভীর রাতে কেঁপে উঠেছিল পুরুলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়া থেকে ১০ কিলোমিটার নীচে।