Durga Puja 2020: 'বাংলায় মা দুর্গাকে ঘরের মেয়ে মনে করে আমন্ত্রণ জানানো হয়', EZCC-তে দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর (Durga Puja 2020) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Prime Minister Narendra Modi)। এই পুজোর আয়োজনে রয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল। বেলা ১২টা নাগাদ পুজোর উদ্বোধন করেন মোদি। বাবুল সুপ্রিয়োর গান দিয়ে অনুষ্ঠান শুরুর পরই বক্তৃতা শুরু করেন মোদি। ভার্চুয়ালি ভাষণে মোদি বলেন, "দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।"

নরেন্দ্র মোদি. (Photo Credit: PBNS)

কলকাতা, ২২ অক্টোবর: সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর (Durga Puja 2020) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Prime Minister Narendra Modi)। এই পুজোর আয়োজনে রয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল। বেলা ১২টা নাগাদ পুজোর উদ্বোধন করেন মোদি। বাবুল সুপ্রিয়োর গান দিয়ে অনুষ্ঠান শুরুর পরই বক্তৃতা শুরু করেন মোদি। ভার্চুয়ালি ভাষণে মোদি বলেন, "দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।"

এক নজরে মোদির বক্তব্য :