Disinfection Work Starts At Nabanna: আমলার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত, নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ চলছে
মঙ্গলবার কলকাতায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের (coronavirus) অস্তিত্ব মেলে। এই প্রথম কলকাতা (Kolkata) তথা পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হল। জানা গেছে, ওই যুবক রাজ্যের এক পদস্থ আমলার (Bureaucrat) ছেলে। আর এরপরই আজ নবান্নকে (Nabanna)s জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের ওই আমলার ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি।
কলকাতা, ১৮ মার্চ: মঙ্গলবার কলকাতায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের (coronavirus) অস্তিত্ব মেলে। এই প্রথম কলকাতা (Kolkata) তথা পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হল। জানা গেছে, ওই যুবক রাজ্যের এক পদস্থ আমলার (Bureaucrat) ছেলে। আর এরপরই আজ নবান্নকে (Nabanna)s জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের ওই আমলার ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি।
নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে পরিষ্কার করার কাজ চলছে। ৪টি দল এই কাজ করছে। আরও পড়ুন: Coronavirus Positive in Kolkata: কলকাতায় করোনায় আক্রান্ত ১, বেলেঘাটা আইডিতে চিকিৎসারত
১৮ বছর বয়সী যুবক লন্ডন গেছিলেন। তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রবিবার তিনি দেশে ফেরেন। ওই যুবককে বিমানবন্দর কর্তৃপক্ষ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। বাড়ি ও অন্য জায়গায় যান। ১৬ মার্চ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ডেপুটি সুপার ও অন্যদের সঙ্গে দেখা করেন। সেখানেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ ফেরান। তাঁর মা নবান্নে গেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ সভায় যোগও দিয়েছিলেন, অনেকের সঙ্গে দেখাও করেন। তিনিও এমন লোকদের সাথে দেখা করেছিলেন, যাঁদের এখন খোঁজ চলছে। তাঁর বাবা, মা ও গাড়ির ড্রাইভারকেও কোয়ারেন্টাইন করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।