Dilip Ghosh Mocks TMC leader's: ভোটের আগে টিকিটের চেষ্টা, ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ

প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে শব্দবাণ ছুঁড়লেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি তথা রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি ত্রিপুরার প্রসঙ্গ টেনে বলেন, "ভোট আসছে। কেউ টিকিটের চেষ্টা করছেন তো কেউ পদের।

Dilip Ghosh (Photo Credit: ANI Twitter)

কলকাতা, ২৩ নভেম্বর: প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে শব্দবাণ ছুঁড়লেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি তথা রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি ত্রিপুরার প্রসঙ্গ টেনে বলেন, "ভোট আসছে। কেউ টিকিটের চেষ্টা করছেন তো কেউ পদের। খবরের শিরোনামে আসার চেষ্টা চলছে। পাশাপাশি চলছে নেতাদের চোখে পড়ার চেষ্টা। এখন এ রকম কিছু দিন চলবে।" মূলত কলকাতার আসন্ন পুর নির্বাচনকেই ইঙ্গিত করেছেন বঙ্গবিজেপির প্রাক্তন সভাপতি। তবে ত্রিপুরায় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে গতকাল সোমবারও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপবাবু।  ত্রিপুরার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল। এই শুনেই দিলীপ ঘোষের মন্তব্য, "দুটো ইট পড়তেই সুপ্রিম কোর্টে যাচ্ছে। আর দুটো পড়লে তো রাষ্টপুঞ্জে চলে যাবে!" আরও পড়ুন-Coronavirus Cases In India: কমল করোনার তাড়ণা, দেশে নতুন রোগী ৭,৫৭৯ জন

তবে তৃণমূলও ছেড়ে দেওয়ার পাত্র নয়, দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিলেন দলীয় সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "দিলীপবাবুরা ভোটের আগে লাইমলাইটে থাকার জন্য গোলমাল করতেন। উনি নিজেও সে কথা বলছিলেন। সে সব করেও লাভ কিছু হয়নি। তাই আবার এ সব বলছেন। যদি একটু প্রচারের আলোয় আসা যায়।"