WB Assembly Elections 2021: নবান্নের দখল নিতে পদ্ম শিবিরের তুরুপের তাস দিলীপ-মুকুল, শাহর বৈঠকে চললেন দিল্লি

যেন তেন প্রকারেণ নবান্ন দখল করতে হবে। তাই সফরসূচি শেষ করেও ফের কলকাতাতেই ফিরলেন বিজেপির চাণক্য অমিত শাহ (Amit Shah)। এমনিতে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যের গেরুয়া শিবিরের অসন্তোষ প্রকাশ্যে আসছে। প্রার্থী পছন্দের নয়, নেতারা তা মানছেনও না। এমন অবস্থায় দলীয় কার্যালয়ে, রাজ্য দপ্তরে কর্মী সমর্থকদের বিক্ষোভ অহরহ ঘটছে। এদিকে প্রথম ও দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন জমা পড়ে গেছে। পুরুলিয়া বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে চলছে শাসক বিরোধীদের নির্বাচনী প্রচার। প্রায় প্রতিদিনই দিল্লি থেকে রাজ্যে আসছেন কেন্দ্রের বিজেপি নেতারা। সোমবার বাঁকুড়ায় প্রচার সেরে অসমে গিয়েছিলেন অমিত শাহ।

দীলিপ ঘোষ ও মুকুল রায়(Photo Credits: File Photo)

কলকাতা, ১৬ মার্চ: যেন তেন প্রকারেণ নবান্ন দখল করতে হবে। তাই সফরসূচি শেষ করেও ফের কলকাতাতেই ফিরলেন বিজেপির চাণক্য অমিত শাহ (Amit Shah)। এমনিতে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যের গেরুয়া শিবিরের অসন্তোষ প্রকাশ্যে আসছে। প্রার্থী পছন্দের নয়, নেতারা তা মানছেনও না। এমন অবস্থায় দলীয় কার্যালয়ে, রাজ্য দপ্তরে কর্মী সমর্থকদের বিক্ষোভ অহরহ ঘটছে। এদিকে প্রথম ও দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন জমা পড়ে গেছে। পুরুলিয়া বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে চলছে শাসক বিরোধীদের নির্বাচনী প্রচার। প্রায় প্রতিদিনই দিল্লি থেকে রাজ্যে আসছেন কেন্দ্রের বিজেপি নেতারা। সোমবার বাঁকুড়ায় প্রচার সেরে অসমে গিয়েছিলেন অমিত শাহ। তবে প্রার্থী তালিকার জেরে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তা মেটাতে রাতেই কলকাতায় ফেরেন তিনি

প্রায় গোটা রাত রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক সারেন তিনি। প্রার্থী তালিকা সংক্রান্ত ঝামেলা মেটাতে কী কী করতে হবে তার ব্লুপ্রিন্ট বাতলে দেন। এরপর সমস্যা মেটাতে আসরে নামেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সোনার বাংলা গড়তে চেয়ে ভাষণ তো অনেক হল। এবার তো কাজে তা করে দেখাত হবে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামক পাঁচিল টপকে ভোট বৈতরণী পার হওয়া জরুরি। আর সেকাজে সফল হতে হলে পুরোনো রাজনীতিকদের মাঠে নামাতে হবে। গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ইতিবাচক ফলাফলে বিজেপি দাঁড়িয়েছিল সেইসব কেন্দ্রেই এবার দলের পোড় খাওয়া নেতাদের প্রার্থী করতে চাইছেন অমিত শাহ। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘বিজেপিকে ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না’, অভিষেক বন্দ্যোপাধ্যায়

এজন্য বীরভূমের দুবরাজপুর থেকে ভোটে দাঁড়াতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর কৃষ্ণনগর দক্ষিণ থেকে মুকুল রায়। এদিকে প্রার্থী ঘোষণার আগেই ভাটপাড়ায় প্রচার শুরু করেছেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। এদিকে প্রার্থীদের নাম শুনে রাজ্যের বিভিন্ন বিজেপির কর্মী  সমর্থকরা অশান্তি শুরু করেছে তাতে দলের বিপদ আসন্ন, ভোটের আগেই হয়ত জনপ্রিয়তায় ঘাটতি দেখা যেতে পারে। এমন কিছু হলে নীলবাড়ির দখল দূরের কথা তিরে এসে তরী ডোবার সম্ভাবনা প্রবল। তাইতো দিল্লি ফিরেও শান্তি পাচ্ছেন না অিত শাহ। সমস্যা মেটাতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে দিল্লিতে তলব করেছেন। আজ রাতেই হবে জরুরি বৈঠক।



@endif