Chittaranjan Das Birth Anniversary: আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী, জানুন তাঁর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ব্রিটিশ ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das)। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং কলকাতার প্রথম মেয়র (Mayor)। ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এ দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাঁকে 'দেশবন্ধু'-র (Deshbandhu) আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। আজ এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Photo Credits: Wikimedia)

Deshbandhu Chittaranjan Das Birth Anniversary: ব্রিটিশ ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das)। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং কলকাতার প্রথম মেয়র (Mayor)। ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এ দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাঁকে 'দেশবন্ধু'-র (Deshbandhu) আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। আজ এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী।

চিত্তরঞ্জন দাশের বিষয়ে কিছু তথ্য-

স্বদেশি যুগে তাঁর ‘বন্দে মাতরম্’ পত্রিকা প্রতিষ্ঠায় অবদান এবং স্বদেশি নেতৃবৃন্দ বিপিনচন্দ্র পাল, ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও অরবিন্দ ঘোষের রাজনৈতিক মামলায় আদালতি নৈপুণ্যের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। ১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাঁকে দেশবন্ধু খেতাব দিয়েছিলেন।



@endif