Chittaranjan Das Birth Anniversary: আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী, জানুন তাঁর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ব্রিটিশ ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das)। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং কলকাতার প্রথম মেয়র (Mayor)। ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এ দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাঁকে 'দেশবন্ধু'-র (Deshbandhu) আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। আজ এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Photo Credits: Wikimedia)

Deshbandhu Chittaranjan Das Birth Anniversary: ব্রিটিশ ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das)। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং কলকাতার প্রথম মেয়র (Mayor)। ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এ দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাঁকে 'দেশবন্ধু'-র (Deshbandhu) আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। আজ এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী।

চিত্তরঞ্জন দাশের বিষয়ে কিছু তথ্য-

  • চিত্তরঞ্জন দাশ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টংগিবাড়ী উপজেলার তেলিরবাগ গ্রামে ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভুবন মোহন দাস। তিনি কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। আরও পড়ুন, জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হারে বেতন পাবেন কলেজ শিক্ষকরা, নেতাজি ইন্ডোরে কল্পতরু মমতা
  • ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তাঁর শিক্ষা আরম্ভ হয়। ১৮৯০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ. পাস করেন।
  • বিদেশে ব্যারিস্টারি পড়তে গেলে সেখানে দাদাভাই নওরজির সান্নিধ্যে আসেন।
  • এরপর তিনি দেশে ফিরে ওকালতি শুরু করেন। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত অরবিন্দ ঘোষের মুক্তি তিনি ছিনিয়ে আনেন।
  • অহিংস, অসহযোগ আন্দোলনে প্রথমে যুক্ত হয়েছিলেন। পরে মহাত্মা গান্ধির সঙ্গে মতপার্থ্যেকের জন্য আন্দোলন ত্যাগ করেন ও নিজে 'স্বরাজ্য' দল প্রতিষ্ঠা করেন।
  • একাধিকবার তিনি ব্রিটিশদের রোষানলে পড়ে গ্রেফতার হন।
  • তাঁর একটি পত্রিকা ছিল নাম 'ফরওয়ার্ড'। রাজরোষে এই পত্রিকাটির নাম পরিবর্তন করতে হয়। নতুন নাম হয় 'লিবার্টি'
  • তিনি গয়া কংগ্রেসে ছিলেন সভাপতি।
  • তাঁর বিখ্যাত উক্তি, "সাদার পরিবর্তে কালোর আমলাতন্ত্র চাই না।"
  • সাহিত্যচর্চা করতেও ভালোবাসতেন তিনি। 'নারায়ণ' পত্রিকার সম্পাদনা করেন। 'মালঞ্চ', 'সাগর সঙ্গীত' বই তাঁর সাহিত্যের নিদর্শনের প্রকাশ।

স্বদেশি যুগে তাঁর ‘বন্দে মাতরম্’ পত্রিকা প্রতিষ্ঠায় অবদান এবং স্বদেশি নেতৃবৃন্দ বিপিনচন্দ্র পাল, ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও অরবিন্দ ঘোষের রাজনৈতিক মামলায় আদালতি নৈপুণ্যের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। ১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাঁকে দেশবন্ধু খেতাব দিয়েছিলেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now