Delhi Court Summons Rujira Banerjee: অভিষেক-পত্নী রুজিরাকে হাজিরার নির্দেশ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের
তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) সমন পাঠাল দিল্লির পাতিয়ালা আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর সশরীরে তাঁকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়াা হয়েছে। চলতি মাসে রুজিরাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর: একই সঙ্গে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেক দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেও রুজিরা হাজিরা দেননি। তিনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাঁর নিজের বাড়িতে ইডির অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আসার আবেদন জানিয়েছিলেন তিনি। এই বিষয়ে ইডিকে চিঠিও পাঠিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।
ইডির দাবি, কয়লা পাচার-কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও হাজিরা দিচ্ছেন না তিনি। এরপরই আদালতের দারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদন মেনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে। আরও পড়ুন: ICore Chit Fund Case: আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআই-র
এদিকে কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার দিল্লিতে তলব করেছে ইডি। এরপরই ইডির সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এখন দেখার বিষয় আগামী ৩০ সেপ্টেম্বর সশরীরে আদালতে হাজিরা দেন কি না অভিষেক-জায়া রুজিরা।