Alapan Banerjee: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপন বন্দোপাধ্যায়কে ফের কড়া চিঠি পাঠিয়ে জবাব চাইল কেন্দ্র
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে কড়া চিঠি পাঠালো কেন্দ্র সরকার। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে এই চিঠি পাঠালো কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর (DOPT)। চিঠির নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে তাঁকে এই চিঠির জবাব দিতে হবে। গত ৩১ মে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরে যোগদানের জন্য দিল্লি ডেকে পাঠানো হলে তিনি যাননি। তাঁকে নিয়ে বিস্তর কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলে।
নতুন দিল্লি, ২১ জুন: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে (Alapan Banerjee) কড়া চিঠি পাঠালো কেন্দ্র সরকার। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে এই চিঠি পাঠালো কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর (DOPT)। চিঠির নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে তাঁকে এই চিঠির জবাব দিতে হবে। গত ৩১ মে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরে যোগদানের জন্য দিল্লি ডেকে পাঠানো হলে তিনি যাননি। তাঁকে নিয়ে বিস্তর কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলে।
টানাপোড়েনের মাঝেই আলাপন বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্যউপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মমতা বন্দোপাধ্যায়। তারপরেও টানাপোড়েনে ইতি পড়েনি। বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে শোকজ নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। যার জবাবও দিয়েছিলেন আলাপনবাবু। আলাপন বন্দোপাধ্যায়ের অবসরের সময়সীমা বাড়ানোর পর দিল্লিতে বদলির নির্দেশ নিয়ে অস্বস্তি প্রকাশ করে রাজ্য সরকার। আরও পড়ুন, করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষিত রাখার সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের
উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি, আম্ফান, ইয়াস পরিস্থিতিতে সিদ্ধহস্তে সামলাচ্ছিলেন আলাপনবাবু। এই অবস্থায় নতুন কেউ এসে সেই পদ সামলাতে সময় লেগে যেতে পারে বলে আলাপনবাবুকে রাজ্যে রাখার পক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী। ইয়াস নিয়ে নরেন্দ্র মোদির বৈঠকে আলাপনবাবুর অনুপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। তারপর দিনই বদলির নির্দেশে চিঠি আসে কেন্দ্রের তরফে। এ বিষয়ে দীর্ঘ এক মাস ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। এরই মধ্যে আজ ফের তাঁকে জবাবের নির্দেশ পাঠালো কেন্দ্র।