DA Case In High Court: ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট
ডিএ মামলায় (DA Case) রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগের নির্দেশই বহাল রাখল। অর্থাৎ রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দিতেই হবে।
কলকাতা, ২২ সেপ্টেম্বর: ডিএ মামলায় (DA Case) রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগের নির্দেশই বহাল রাখল। অর্থাৎ রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দিতেই হবে।
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির আদালতে গিয়েছিল। ডিএ কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার, এই কথা মেনে নিয়ে চলতি বছরের ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত রাজ্য সরকারকে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। পাল্টা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। ১২ অগাস্ট রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে। সরকারি কর্মীদের ডিএ বকেয়া নেই বলে আদালতে দাবি করে রাজ্য। ‘রোপা রুল’ মেনে ডিএ মিটিয়েও দেওয়া হয়েছে বলেও দাবি করেন রাজ্যের আইনজীবী। আরও পড়ুন: West Bengal: বোলপুরে নাবালক খুনে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, কী বললেন শুভেন্দু?
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে জানান, মহার্ঘভাতা বা ডিএ (DA) রাজ্যের সামর্থ্য মতো ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালত সচেতন ভাবেই কর্মচারীদের অধিকারের দিকে তাকিয়ে রায় দিয়েছিল। রাজ্য সরকার ডিএ না দিয়ে অকারণে সময় নষ্ট করছে। ডিভিশন বেঞ্চ ৩ মাসের মধ্যে ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।" সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে আদালত। আজ আদালত রাজ্যের আর্জি খারিজের পক্ষে রায় দিয়েছে।