Cyclone Yaas Live Tracker Map: আসছে ঘূর্ণিঝড় যশ, গতিবিধি জানতে নজর রাখুন এই লিঙ্কে
বুধবার ২৬ মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)৷ আম্ফানের স্মৃতি উসকে যশের আগমনের খবরে এখনই সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের প্রান্তিক মানুষরা৷ ঠিক কখন ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শুরু হবে রাজ্যে জুড়ে তা জানতে সাইক্লোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে লাইভ ট্র্যাকার৷
নতুন দিল্লি, ২০ মে: আজ বৃহস্পতিবার ২০মে ২০২১৷ ঠিক এক বছর আগে আজকের দিনেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান৷ করোনাত্রস্ত দেশে যখন একের পর একে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে রাজ্যে ফিরছে পরিযায়ী শ্রমিকরা তখন আম্ফানের আস্ফালনে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা৷ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচতে পারেনি শহর কলকাতাও৷ ফণী, বুলবুলের ক্ষত সারিয়ে ওঠার আগেই আম্ফানের ধাক্কায় ফের গুঁড়িয়ে যায় সুন্দরবনের বাসিন্দাদের একমাত্র আশ্রয়৷ একে করোনার দ্বিতীয় ঢেউয়ের খাঁড়ায় জেরবার রাজ্য, পুরোনো স্মৃতি ফিরিয়ে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়৷ দিল্লির মৌসমভবন জানিয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নজরে এসেছে৷ আগামী মঙ্গলবার ২৫ মে পর্যন্ত সে শক্তিবৃদ্ধি করবে৷
তারপর বুধবার ২৬ মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)৷ আম্ফানের স্মৃতি উসকে যশের আগমনের খবরে এখনই সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের প্রান্তিক মানুষরা৷ ঠিক কখন ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শুরু হবে রাজ্যে জুড়ে তা জানতে সাইক্লোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে লাইভ ট্র্যাকার৷ যে কেউ ওয়েবসাইট থেকে এই ট্র্যাকারের মাধ্যমে ঘূর্ণিঝড় যশের গতিবিধির উপরে নজর রাখতে পারবেন৷ যখন যশ তাণ্ডব শুরু করবে তখন এর স্যাটেলাইট ছবিও দেখা যাবে৷ এখানেই রয়েছে ঘূর্ণিঝড় যশের গতিবিধি নজরে রাখার লিঙ্ক৷ আরও পড়ুন-West Bengal Weather Update: তীব্র দাবদাহ থেকে মুক্তি, বৃহস্পতিবার বিকেলেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
যখনই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে বিস্তার লাভ করবে তখন অর্থাৎ আগামী ২২-২৩ তারিখ নাগাদ ন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হবে বৃষ্টিপাত৷ ঘূর্ণিঝড় যত শক্তি বাড়াবে ততই বাড়বে বৃষ্টির পরিমাণ৷ ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যশের তাণ্ডব চলবে৷ সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল৷