Kolkata: কলকাতায় ১০০ কোটি টাকার মাদক উদ্ধার, পাইকপাড়া থেকে ধৃত ২
কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ধরা পড়ল দুই ভিনরাজ্যের মাদক পাচারকারী (Drug Trafficker)। এত বিপুল সংখ্যক মাদক পাচার এর আগে কখনও হয়নি বলে মত পুলিশের। তাদের কাছ থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় ৭৫-১০৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশ এবং মণিপুরের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। আনন্দবাজার পত্রিকা-র খবর অনুযায়ী, সোমবার গভীর রাতে টালা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
কলকাতা, ২১ জানুয়ারি: কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ধরা পড়ল দুই ভিনরাজ্যের মাদক পাচারকারী (Drug Trafficker)। এত বিপুল সংখ্যক মাদক পাচার এর আগে কখনও হয়নি বলে মত পুলিশের। তাদের কাছ থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় ৭৫-১০৫ কোটি টাকার (100 Crore) হেরোইন উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশ এবং মণিপুরের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। আনন্দবাজার পত্রিকা-র খবর অনুযায়ী, সোমবার গভীর রাতে টালা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
তাদের থেকে প্রায় ২৪ কেজির হেরোইন (Heroin) উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে জুবের ৪০ বছরের বাসিন্দা এবং মৌলানা ফয়জুদ্দিন মণিপুরের বাসিন্দা। এত পরিমাণ মাদক আগে উদ্ধার করা হয়নি বলে জানা গেছে। ধৃত জুবেরের থেকে প্রায় ২০ কেজি বেগুনি হেরোইন পাওয়া গেছে। ফয়জুদ্দিনের থেকে ৫ কেজি সাদা হেরোইন পাওয়া গেছে।
আরও পড়ুন, ভারতের অর্থনৈতিক মন্দায় ধাক্কা খেতে পারে বিশ্ব অর্থনীতি, মত আইএমএফের প্রধান গীতা গোপীনাথের
প্রাথমিক তদন্ত থেকে এসটিএফ আধিকারিকরা দুধরণের মাদক মিশিয়ে একটি নতুন ধরেনর মাদক তৈরি করত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা করা হয়েছে। আজ তাদের দায়রা আদালতেও তোলা হবে।