RG Kar Case: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে বামেদের ফের লালবাজার অভিযান

পুলিশ কমিশনারের পদত্যাগ, কমিশনারকে সিবিআই তদন্তের অধীনে আনার দাবি জানিয়ে শুক্রবার দুপুর থেকে শুরু হল বামেদের লালবাজার অভিজান।

CPI(M) Workers Stage Protest at Lalbazar (Photo Credits: X)

আরজি কর কাণ্ডে (RG Kar Case) শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে সরব হয়েছে আন্দোলনকারী চিকিৎসকেরা। দিন কয়েক আগেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) পদত্যাগের দাবি জানিয়ে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সিপি-র পদত্যাগ চেয়ে এবার লালবাজার অভিযান বামেদের। পুলিশ কমিশনারের পদত্যাগ, কমিশনারকে সিবিআই তদন্তের অধীনে আনার দাবি জানিয়ে শুক্রবার দুপুর থেকে শুরু হল বামেদের লালবাজার অভিজান।

আরও পড়ুনঃ 'চারপাশের অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখান', আরজি কর-কাণ্ডে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

বামেদের লালবাজার অভিযানের এই মিছিলে হাঁটলেন মহম্মদ সেলিম, সৃজন চক্রবর্তীরা। লাল পতাকা হাতে স্লোগান তুলে এগিয়ে চলল বামের মিছিল। তবে ফিয়ার্স লেনের মুখে ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেট গড়ে আটকে দেওয়া হল মিছিল। বিক্ষোভ রুখতে লালবাজারের তরফেও নেওয়া হয়েছে কড়া প্রস্তুতি। এনে রাখ হয়েছে জল কামান। তবে মিছিলের পথে বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন না সিপিএম কর্মী সমর্থকেরা কেউই। বরং তাঁরা লালবাজারের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যারিকেটের গায়ে তাঁরা টাঙিয়ে দিলেন সিপি-র পদত্যাগের দাবিতে লেখা পোস্টার। ৯ ফুট উঁচু ব্যারিকেডের উপরে উঠে দলীয় পতাকা ওড়ালেন দলের কর্মী সমর্থকেরা।

ব্যারিকেডের উপরে উঠে ওড়ালেন লাল পতাকা... 



@endif