COVID Restrictions: রাজ্যে আরও ১৫ দিন কার্যত বিধিনিষেধে কী কী খোলা ও বন্ধ থাকছে?

রাজ্যে আগামী ১ জুলাই পর্যন্ত 'কার্যত বিধিনিষেধ'-র নিয়ম লাগু হল। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আরও ১৫ দিন বিধিনিষেধ (COVID Restrictions) বাড়ানোর ঘোষণা করেন। রাজ্যে বাস (Bus), মেট্রো, লোকাল ট্রেন (Local Trains) বন্ধই রাখা হয়েছে। তবে রাজ্যের আর্থিক দিকের কথা মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শপিং মল, রেস্তোরাঁ ও বেসরকারী অফিস খোলার অনুমতি মিলেছে।

রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ

কলকাতা, ১৪ জুন: রাজ্যে আগামী ১ জুলাই পর্যন্ত 'কার্যত বিধিনিষেধ'-র নিয়ম লাগু হল। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আরও ১৫ দিন বিধিনিষেধ (COVID Restrictions) বাড়ানোর ঘোষণা করেন। রাজ্যে বাস (Bus), মেট্রো, লোকাল ট্রেন (Local Trains) বন্ধই রাখা হয়েছে। তবে রাজ্যের আর্থিক দিকের কথা মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শপিং মল, রেস্তোরাঁ ও বেসরকারী অফিস খোলার অনুমতি মিলেছে। আর যে যে ক্ষেত্রে ছাড় মিলল-