Suvendu Adhikari: তৃণমূল সরকারের জন্যই রাজ্যের কয়েক লক্ষ মানুষ টিকা থেকে 'বঞ্চিত', অভিযোগ শুভেন্দুর
বিরোধী দলনেতা যখন ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন, সেই সময় মুখ্যমন্ত্রী পালটা আঙুল তুলছেন মোদী সরকারের দিকে।
কলকাতা, ৫ অগাস্ট: রাজ্য সরকারের ভুল নীতির কারণে পশ্চিমবঙ্গের (West Bengal) বহু মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের অসংশোধিত নীতির জন্যই রাজ্যের কয়েক লক্ষ মানুষকে টিকাকরণের আওতায় নিয়ে আসা যাচ্ছে না। টিকা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিকে বিরোধী দলনেতা যখন ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন, সেই সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পালটা আঙুল তুলছেন মোদী সরকারের (Narendra Modi) দিকে। মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেন, উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের মতো রাজ্যগুলি অনেক বেশি করে কোভিড টিকা পাচ্ছে। বাংলায় যে ধরনের জনঘনত্ব, তার প্রেক্ষিতে এই রাজ্য অনেক কম টিকা পাচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: COVID 19: ৩ দেশে থেকে ৫২৮ ঘণ্টার সফর শেষ করে হংকংয়ে পৌঁছবেন কলকাতার মেয়ে
যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর টানাপোড়েন শুররু হয়েছে।