COVID-19 Cases in West Bengal: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্ৰমণ, নিশ্চিন্তে রাখল মৃত্যুসংখ্যা

রাজ্যের করোনা গ্রাফ লাগাতার ওঠা-নামা করছেই। আজ খানিকটা বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ৮৫০-র কাছাকাছি ছিল। তবে অনেকটা কমেছে মৃতের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে বলি ১২।

প্রতীকি ছবি

কলকাতা, ১৫ জুলাই: রাজ্যের করোনা (COVID-19) গ্রাফ লাগাতার ওঠা-নামা করছেই। আজ খানিকটা বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ৮৫০-র কাছাকাছি ছিল। তবে অনেকটা কমেছে মৃতের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে বলি ১২।

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,১৫,৫৯৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এরপরই রয়েছে বাঁকুড়া এবং দার্জিলিং। এখনও পর্যন্ত ১৭, ৯৭০ জন রাজ্যবাসী করোনায় প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯১ শতাংশ। আরও পড়ুন, করোনার তৃতীয় ঢেউয়ের প্রাক মুহূর্তে গোটা বিশ্ব, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এদিকে তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। হু (WHO) প্রধান টেডরস আধানোম গেব্রিয়েসাস বলেন, গোটা বিশ্ব জুড়ে করোনা থাবা বসানোর পর ডেল্টা প্রজাতি হু হু করে ডালপালা বিস্তার করছে। দুর্ভাগ্যবশত মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রাক মুহূর্তে রয়েছে গোটা বিশ্ব।

গোটা দেশেও গতকালের থেকে আজ করোনা সংক্রমণের সংখ্যা বেশি। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮০৬ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ১৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৮১ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৮০ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ১ লাখ ৪৩ হাজার ৮০৫ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৪ লাখ ১১ হাজার ৯৮৯ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৪৯১ জন৷