COVID-19: আজ ১ লক্ষ কোভ্যাক্সিন পৌঁছল রাজ্যে, করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই
আজ রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। শেষ বুলেটিন অনুযায়ী, আমাদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় বলি ১২৭ জন। শুধু কলকাতাতেই সংক্রমিত ৩ হাজার ৯৬১, ৩৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ৩ হাজার ৯৮২, ৩৯জনের মৃত্যু। পশ্চিম মেদিনীপুরে একদিনে আক্রান্ত ৭৮৬ জন, ৫জনের মৃত্যু। দেশে করোনার বাড়বাড়ন্তে রীতিমতো জেরবার। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন।
কলকাতা, ৯ মে: আজ রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন (Covaxin)। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। শেষ বুলেটিন অনুযায়ী, আমাদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে (COVID-19) পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় বলি ১২৭ জন। শুধু কলকাতাতেই সংক্রমিত ৩ হাজার ৯৬১, ৩৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ৩ হাজার ৯৮২, ৩৯জনের মৃত্যু। পশ্চিম মেদিনীপুরে একদিনে আক্রান্ত ৭৮৬ জন, ৫জনের মৃত্যু। দেশে করোনার বাড়বাড়ন্তে রীতিমতো জেরবার। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৪ লক্ষেরও অধিক মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত ৪,০৩,৭৩৮। মৃত ৪,০৯২। তবে করোনা সারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৩,৮৬,৪৪৪। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,২২,৯৬,৪১৪। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৪২,৩৬২। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮। আরও পড়ুন, করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের চোখ রাঙানি, মারণ রোগের লক্ষ্মণ কী দেখুন
করোনার কামড়ে সবথেকে বিপর্যস্ত মহারাষ্ট্র। এরপরই রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। দেশজুড়ে অক্সিজেন, বেড ও টিকার সংকট। সবমিলিয়ে বেসামাল করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা। রাজ্যগুলিতে বেড সংকট, অক্সিজেন সংকট মিটছেই না। শ্বাসবায়ুর অভাবে প্রতিদিন প্রাণ চলে যাচ্ছে হাজার হাজার মানুষের। স্বজন, প্রিয়জন হারানোর ব্যাথায় কাতর দেশ।