Coronavirus Cases in West Bengal: খানিকটা স্বস্তি, রাজ্যে একদিনে করোনা সংক্রমণের সংখ্যা নামল ১০ হাজারে

রাজ্যবাসীর জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। অনেকদিন পর আজ আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০, ১৩৭ জন। ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে রাজ্যের ১৩১ জনের। তবে উদ্বেগ রয়েই যাচ্ছে উত্তর ২৪ পরগনা নিয়ে। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩৭৬ জন।

ছবি ট্যুইটার

কলকাতা, ৩১ মে: রাজ্যবাসীর জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। অনেকদিন পর আজ আরও কমল করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০, ১৩৭ জন। ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে রাজ্যের ১৩১ জনের। তবে উদ্বেগ রয়েই যাচ্ছে উত্তর ২৪ পরগনা নিয়ে। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩৭৬ জন।

সংক্রমণের নিরিখে এরপরেই রয়েছে কলকাতা। সেখানে মারণ ভাইরাসের কবলে রাজ্যের ১,৩২৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৭৬,৩৭৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২. ৫৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১২,৭৩,৭৮৮। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা অনেকটাই নাগালে এসেছে।

আরও পড়ুন, খুচরো দোকানগুলি খোলা রাখার সময়সীমায় ছাড় ; তথ্য-প্রযুক্তি সংস্থায় ১০% কর্মী নিয়ে কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে দেশজুড়েও কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন৷ গতকাল করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ২২জন৷ ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৩ হাজার ১২৮ জন৷ এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২০ লাখ ২৬ হাজার ৯২টি৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন৷

সংক্ৰমণ খানিকটা কমতেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন,বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকানগুলি খোলা রাখা যাবে বলে। তথ্য-প্রযুক্তি সংস্থার (IT Sector) ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে বলেও জানান। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণের পর যোগদানের অনুমতি দেওয়া হবে।