Coronavirus Cases in West Bengal: বাংলায় সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হারও
বাংলায় সামান্য হলেও কমল করোনা সংক্রমণের হার। তার মধ্যে বাড়লো সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার চেয়ে সুস্থতার সংখ্যা অনেক বেশি। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশের বেশি। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮২ জন।
কলকাতা, ২৮ অগস্ট: বাংলায় সামান্য হলেও কমল করোনা সংক্রমণের হার। তার মধ্যে বাড়লো সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার চেয়ে সুস্থতার সংখ্যা অনেক বেশি। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশের বেশি। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮২ জন।
রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪ জন। এদিনও সংক্রমণের হার বেশি উত্তর ২৪ পরগণায়। কলকাতায় (Kolkata) আক্রান্তের হার কম। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন ৫০০ জনেরও কম। আবার উত্তর ২৪ পরগণায় (North 24 Parganas) আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন। এদিন রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৪৯ জন। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর উত্তর ২৪ পরগণায় করোনায় মৃতের সংখ্যা ১৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের। আরও পড়ুন, ১ দিনে সংক্রামিত ৭৭ হাজার ২৬৬ জন, শুক্রবার ভারতে মোট করোনা আক্রান্ত ৩৩.৮৭ লাখ ছাড়িয়ে গেল
বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) ৭৭ হাজার ২৬৬ জন। সঙ্গে সঙ্গেই দেশে মোট করোনা আক্রান্তের সংক্যা ৩৩.৮৭ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৫০১ জন।