Congress to contest at 48 seats while Left will contest at 68 seats in the upcoming West Bengal elections. So far discussion has been done on 193 seats: State Congress chief Adhir Ranjan Chowdhury
রাজ্যে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) আসন সমঝোতা নিয়ে আরও এগিয়ে গেল বাম (Left) ও কংগ্রেস (Congress)। আজ দু’পক্ষের বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানান, এখনও পর্যন্ত ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ ১১৬টি আসনে সমঝোতা হয়েছে। পরের ধাপে বাকি ১০১টি আসন নিয়ে সমঝোতা করতে আলোচনা হবে। এর আগে ৭৭টি বিধানসভা আসনে সমঝোতা হয়েছিল।
কলকাতা, ২৮ জানুয়ারি: রাজ্যে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) আসন সমঝোতা নিয়ে আরও এগিয়ে গেল বাম (Left) ও কংগ্রেস (Congress)। আজ দু’পক্ষের বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানান, এখনও পর্যন্ত ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ ১১৬টি আসনে সমঝোতা হয়েছে। পরের ধাপে বাকি ১০১টি আসন নিয়ে সমঝোতা করতে আলোচনা হবে। এর আগে ৭৭টি বিধানসভা আসনে সমঝোতা হয়েছিল।
আজ সমঝোতা হওয়া ১১৬টি আসনের মধ্যে কংগ্রেসের ৪৮টিতে লড়বে কংগ্রেস, বাকি ৬৮টি আসনে লড়বে বামেরা। এখনও পর্যন্ত সমঝোতা হওয়া ১৯৩ টি আসনের মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে ৮১টি এবং বামেদের রয়েছে ১১২টি আসন। এখনও ১০১ টি আসনে সমঝোতা হওয়া বাকি রয়েছে। এর আগে সমঝোতা হওয়া ৭৭টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করবে ৪৪টি আসনে আর বামেরা লড়বে ৩৩টি আসনে। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "বাকি আসনগুলিতে সমঝোতার ব্যাপারে আশাবাদী।" অন্যদিকে অধীর চৌধুরীর দাবি, তৃতীয় শক্তি হিসেবে বাংলায় মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পৌঁছে দেবেন তাঁরা। সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল ও বিজেপিকে একই বৃন্তে দুটি ফুল-পদ্ম ও ঘাসফুল বলেও কটাক্ষ করেন। আরও পড়ুন: Mamata Banerjee: 'আগে দিল্লি সামলাও, পরে বাংলা নিয়ে ভাববে', বিজেপিকে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির
বাম ও কংগ্রেস আগামী ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ব্রিগেড সমাবেশেরও ডাক দিয়েছে। বাম কংগ্রেসের বৈঠকে ঠিক করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ করা হবে। সেই সমাবেশে হাজির থাকার জন্য আগে থেকেই রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।