Adhir Chowdhury On Bharat: 'বিরোধী জোটকে ভয় পেয়ে দেশের নাম বদলানোর চেষ্টা করছেন মোদি', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন অধীর

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠিতে ইন্ডিয়ার বদলে ভারতের নাম উল্লেখ হওয়ার পর থেকে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এপ্রসঙ্গে মুখ খুলে সোজাসুজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Photo Credits: ANI

কলকাতা: মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠিতে ইন্ডিয়ার (India) বদলে ভারতের (Bharat) নাম উল্লেখ হওয়ার পর থেকে দেশজুড়ে বিতর্ক (controversy) তৈরি হয়েছে। এবার এপ্রসঙ্গে মুখ খুলে সোজাসুজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury)।

এপ্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "হিন্দু (Hindu) নামটাও বিদেশিদের দেওয়া। আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া নামটিতেই ভয় (afraid) পান। যেদিন থেকে ইন্ডিয়া নামে জোট (alliance) গঠিত হয়েছে, সেদিন থেকেই ইন্ডিয়া নামের প্রতি প্রধানমন্ত্রী মোদির ঘৃণা (hatred) আরও বেড়েছে। যদি তারা ব্রিটিশদের (British) বিরুদ্ধেই হয় তবে তাদের উচিত রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhawan) ছেড়ে দেওয়া কেন না ওটা ছিল ভাইসরয়ের (viceroy) বাড়ি।" আরও পড়ুন: President Of Bharat: 'দেশের নাম বদলে দিচ্ছে...', মোদীর 'ইন্ডিয়া' অ্যালার্জি নিয়ে তীব্র আক্রমন শানালেন মমতা

দেখুন ভিডিয়ো: