Congress-CPI(M): কালীপুজো মিটলেই দুই ফুল রুখতে রাস্তায় একযোগে নামছে হাত-কাস্তে হাতুড়ি তারা, জোটের পথে কংগ্রেস- সিপিএম
লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Elections 2019)-এর ভুল আর নয়। লোকসভা নির্বাচনে অনেক চেষ্টার পরেও আসন সমাঝোতা না হওয়ায় জোট হয়নি। তাতে কংগ্রেস-বামফ্রন্ট দু পক্ষই ক্ষতিগ্রস্থ হয়। লোকসভা নির্বাচনে কংগ্রেস দুটো প্রার্থীর ব্যক্তিগত ক্য়ারিশ্মায় দুটো আসনে জিতলেও, বামফ্রন্ট একেবারে মুছে গিয়েছে।
কলকাতা, ১৭ অক্টোবর: লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Elections 2019)-এর ভুল আর নয়। লোকসভা নির্বাচনে অনেক চেষ্টার পরেও আসন সমাঝোতা না হওয়ায় জোট হয়নি। তাতে কংগ্রেস (Congress) -বামফ্রন্ট (Left Front) দু পক্ষই ক্ষতিগ্রস্থ হয়। লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর ব্যক্তিগত ক্য়ারিশ্মায় দুটো আসনে জিতলেও, বামফ্রন্ট একেবারে মুছে গিয়েছে। সিপিএমের ভোট ব্যাঙ্কের অনেকটাই বিজেপি-র দিকে ঝুঁকেছে। বহরমপুর, মালদা-র বাইরে কংগ্রেস সম্পূর্ণ মুছে গিয়েছে। এমন অবস্থায় হারানো জমি ফিরে পেতে এক জায়গায় আসতে চাইছে কংগ্রেস-সিপিএম সহ বামদলগুলি।
কালীপুজো মিটলেই 'সাধারণ নূন্যতম কর্মসূচি' বা'কমন মিনিমাম প্রোগাম' (Common Minimum Programme) -নিয়ে জোট করে রাস্তায় নামছে কংগ্রেস-সিপিএম। তৃণমূল ও বিজেপি-র সঙ্গে সমান দূরত্ব রেখে আন্দোলন গড়ে রাজ্যের মানুষের কাছে মন ফিরে পেতে চায় কংগ্রেস-বামফ্রন্ট। বিজেপি-র সাম্প্রাদায়িক রাজনীতি, মোদি সরকারের সব দিকের ব্যর্থতা, দেশজুড়ে চলা গণপিটুনির পাশাপাশি রাজ্যে মমতা ব্যানার্জির সরকারের খারাপ দিকের কথাও তুলে ধরা হবে। আরও পড়ুন-বিসিসিআই -এর দায়িত্ব নিতে চলেছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি; শুভেচ্ছা জানিয়ে নতুন বিজ্ঞাপন বানাল আমুল
রাজ্যের মানুষের কাছে ফিরতে বেসিকে ফিরে সংগঠনের দিকে জোর দিতে চাইছে বামেরা। কংগ্রেস আবার চাইছে বড় আন্দোলন করে জমি ফিরে পেতে। তবে এবার থেকে যা হবে একসঙ্গে করতে চায় কংগ্রেস (Congress) -সিপিএম (CPIM)। ২০২১ বিধানসভা নির্বাচনে একযোগে লড়ার প্রস্তুতিও শুরু হয়ে যেতে পারে দু দলের। লোকসভার মত এবার যাতে বিধানসভায় আসন সমঝোতায় কোনও সমস্যা না হয় সেই বিষয়ে জোর দেওয়া হবে। তবে এখনই আসন সমঝোতা নয়, বরং সাধারণ নূন্যতম কর্মসূচিতে জোর দিয়ে লাগাতার আন্দোলন করতে চায় কংগ্রেস-বাম। রাজ্যে বিজেপির উত্থানের পিছনে তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন সিপিআই (এম) বিধায়ক সুজন চক্রবর্তী। কংগ্রেস নেতা সোমেন মিত্র জানালেন, রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস-সিপিএম।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)