Death of ECL Area Security In charge: কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়

কয়লা পাচার কাণ্ডে সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। রানিগঞ্জের কুনুস্তরিয়া এলাকার দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি, ইসিএলের চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও চলছে তল্লাশি।

কয়লা খনির প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

দুর্গাপুর, ২৮ নভেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই (CBI)। বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। রানিগঞ্জের কুনুস্তরিয়া এলাকার দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি, ইসিএলের (ECL) চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও চলছে তল্লাশি।

তল্লাশি চালানো হচ্ছে আমাদের রাজ্য সহ আরও দুই রাজ্যের ৪০ টি জায়গায়। কলকাতাতেও চালানো হচ্ছে তল্লাশি। শনিবার সকাল থেকেই কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযান শুরু হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, কলকাতা, রানিগঞ্জ, দুর্গাপুর, আসানসোল সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হচ্ছে। আরও পড়ুন, ঘূর্ণিঝড় নিভারের কারণে অন্ধ্রপ্রদেশের উপ্পাদা সমুদ্র সৈকত ঢাকল হাজার হাজার সোনালি পুতিতে

কয়লা পাচার কাণ্ডে অন্যতম পান্ডা বেপাত্তা। ইতিমধ্যে সামনে এসেছে গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে ধৃত এনামুলের সঙ্গে অনুপ মাঝির ঘনিষ্ঠ যোগাযোগের কথা। কলকাতায় শেক্সপিয়র সরণী-সহ বেশ কয়েকটি এলাকায় অনুপ মাঝির বাড়ি ও অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার হয় বহু কাগজপত্র। সেখানেই অনুপ-এনামুলের সম্পর্কের হদিস মেলে। অন্যদিকে কলকাতা পুলিশ চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের সঙ্গেও যোগসূত্র মিলেছে এনামুল হক ও অনুপ মাঝির।



@endif