Coal Case: কয়লাকাণ্ডে অভিষেককে টানা জিজ্ঞাসাবাদ ইডির, 'বড় কিছু হতে পারে', মন্তব্য সুকান্তর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আজ বড় কিছু হতে পারে। আপনারা লক্ষ রাখুন।' তবে 'বড় কিছু কী হতে পারে', সে বিষয়ে খোলসা করেননি বিজেপির রাজ্য সভাপতি।

Abhishek Banerjee, Sukanta Majumdar (Photo Credit: Instagram/ANI)

কলকাতা, ২ সেপ্টেম্বর: শুক্রবার সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি (ED)। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তরফে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও এখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আজ বড় কিছু হতে পারে। আপনারা লক্ষ রাখুন।' তবে 'বড় কিছু কী হতে পারে', সে বিষয়ে খোলসা করেননি বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ইডি কোনও পদক্ষেপ করবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি সুকান্ত।

আরও পড়ুন: Delhi: লুফথানসার প্রায় ৪০০ বিমান বাতিল, দিল্লি বিমানবন্দরে বিক্ষোভ,স্লোগান, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত এর আগে অভিষেক পত্নী রুজিরাকেও ইডির তরফে তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাও ইডির নজের রয়েছেন বলে খবর।