Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। সম্প্রতি এমনই জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে একা লড়লেও তিনি ইন্ডিয়া জোটে থাকছেন বলেও জানান বাংলার মুখ্যমন্ত্রী। এসবের মধ্যে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে হাজির হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল রাজ্যে আসছেন,  তা তাঁকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। এসবের মধ্যে এবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ধরনা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা শুরু করে, ফের কংগ্রেসের বিরুদ্ধে (Congress) তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস ৪০ আসনও জিততে পারে কি না সন্দেহ। তিনি কংগ্রেসকে রাজ্যে ২ আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। ওই ২ আসনে কংগ্রেসের জেতা আশা করেন বলেই এমন প্রস্তাব দেন। কিন্তু ওঁরা আরও বেশি আসন চাইছিলেন। ফলে তিনি রাজ্যে ৪২ আসনে লড়ার জন্য কংগ্রেসকে পালটা প্রস্তাব দেন বলে মমতা জানান। সেই থেকে কংগ্রেসের সঙ্গে এ বিষয়ে আর কোনও কথা হয়নি বলে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee on Hemant Soren: হেমন্তের জেলে মমতার তীব্র প্রতিবাদ, বন্ধু সোরেনের গ্রেফতারিতে সরব দিদি

দেখুন ট্যুইট...

 

এরপরই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা বঙ্গে হাজির হচ্ছে, অথচ ইন্ডিয়া জোটের সদস্যকে জানানোর কথা ভাবেননি কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা তিনি প্রশাসনের কাছ থেকে জানতে পারেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস

INDIA Meeting: বিজেপি আড়াশোর নিচে গেলে খেলা হবে! খাড়গের বাসভবনে ইন্ডিয়ার বৈঠকে পাওয়ার, কেজরি, তেজস্বীরা

Locket Chatterjee: ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হবে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Tapas Roy: গো ব্যাক স্লোগানের মুখোমুখি এবার তাপস রায়! বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

Loksabha Election 2024: ইন্ডিয়া জোটের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে?