Lockdown Extended: লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত, ধর্মীয় স্থান ও বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েত নয়, জানালেন মুখ্যমন্ত্রী
আড়াই মাস পর আজ থেকে খুলেছে রাজ্যের অফিসগুলি। ৭০% কর্মী নিয়ে কাজ করছে তারা। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন- ধর্মীয় স্থান, বিয়ে বাড়িতে ২৫ জনের বেশি জমায়েত করা যাবে না। রাজ্যে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা দেখে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,"অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য।" এই পরিস্থিতিতে রাজ্যে সকলকে সাবধানে থাকার বার্তা দেন।
কলকাতা, ৮ জুন: আড়াই মাস পর আজ থেকে খুলেছে রাজ্যের অফিসগুলি। ৭০% কর্মী নিয়ে কাজ করছে তারা। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জানান, রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন- ধর্মীয় স্থান, বিয়ে বাড়িতে ২৫ জনের বেশি জমায়েত করা যাবে না। রাজ্যে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা দেখে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,"অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য।" এই পরিস্থিতিতে রাজ্যে সকলকে সাবধানে থাকার বার্তা দেন।
গণপরিবহণ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘রাজ্য সরকার রাস্তায় ৫ হাজার বাস নামিয়েছে।’ অনেকেই এই সময় গন্তব্যে পৌঁছাতে ভরসা রাখছেন দু-চাকার যানের উপর। অনেকেই সাইকেলে সওয়ার হচ্ছেন। কিন্তু শহরের সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘কলকাতার কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, তা জানাবে পুলিশ।’ আরও পড়ুন, জুলাইতেও খুলছে না স্কুল-কলেজ, তবে কবে? জানুন বিস্তারিত
রাজ্যে খুলে গেছে শপিং মল থেকে হোটেল, রেস্তোরাঁ। মন্দারমণিতে খুলেছে হোটেল, তবে দিঘা এখনও বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে দার্জিলিং-ও। আজ শহরে অফিস যাওয়ার জন্য পরিবহন না পাওয়ায় হয়রানির শিকার হয়। বাস না পেয়ে বিক্ষোভ হয় ব্যারাকপুরে। কলকাতা পুরসভা সোমবার থেকে ১০০ শতাংশ কর্মীদের হাজিরার নির্দেশ দিয়েছে। কিন্তু অফিস-কাছারি পৌঁছাতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককে, অভিযোগ বহু পুরকর্মীরই। গতকাল শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২৪ জন।