World Cancer Day: বিশ্ব ক্যান্সার দিবসে টুইটে শুভেচ্ছা মমতা ব্যানার্জির
বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) । তিন অক্ষরের নাম শুনলে আজও আঁতকে ওঠে মানুষ। রোগের ওষুধ তৈরি হয়েছে ঠিকই। কিন্তু এই মারণ রোগ একবার শরীরে বাসা বাঁধলে নিস্তার পাওয়া কঠিন। ক্যান্সারে (Cancer) শারীরিক যন্ত্রনা তো রয়েছে। সেই শারীরিক যন্ত্রনা তো সবার সঙ্গে শেয়ার করার অপশন রয়েছে এবং উন্নত চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সেই যন্ত্রনা কমানোর উপায়ও রয়েছে। কিন্তু মানসিক যন্ত্রনা? সেই যন্ত্রনা কমার কোনও ওষুধ তো নেই-ই। এমনকী, কারোওর সঙ্গে সেই যন্ত্রনা ভাগ করে নেওয়ারও অপশন নেই। কিন্তু এই ক্যান্সারকে মোকাবিলা করতে অর্থাৎ ক্যান্সারকে প্রতিরোধ করতে প্রয়োজন প্রচুর টাকার। চিকিৎসা করাতে গিয়ে ঋণের জেরে দেউলিয়া হয়ে যান অনেক পরিবার। সেই সমস্যার সমাধান করতেই এগিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি: বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) । তিন অক্ষরের নাম শুনলে আজও আঁতকে ওঠে মানুষ। রোগের ওষুধ তৈরি হয়েছে ঠিকই। কিন্তু এই মারণ রোগ একবার শরীরে বাসা বাঁধলে নিস্তার পাওয়া কঠিন। ক্যান্সারে (Cancer) শারীরিক যন্ত্রনা তো রয়েছে। সেই শারীরিক যন্ত্রনা তো সবার সঙ্গে শেয়ার করার অপশন রয়েছে এবং উন্নত চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সেই যন্ত্রনা কমানোর উপায়ও রয়েছে। কিন্তু মানসিক যন্ত্রনা? সেই যন্ত্রনা কমার কোনও ওষুধ তো নেই-ই। এমনকী, কারোওর সঙ্গে সেই যন্ত্রনা ভাগ করে নেওয়ারও অপশন নেই। কিন্তু এই ক্যান্সারকে মোকাবিলা করতে অর্থাৎ ক্যান্সারকে প্রতিরোধ করতে প্রয়োজন প্রচুর টাকার। চিকিৎসা করাতে গিয়ে ঋণের জেরে দেউলিয়া হয়ে যান অনেক পরিবার। সেই সমস্যার সমাধান করতেই এগিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আরও পড়ুন: Tallah Bridge: বন্ধ টালা ব্রিজ, উত্তর কলকাতাতে ধীর গতিতে এগোচ্ছে গাড়ি, পরিস্থিতি সামলাতে ব্যস্ত কলকাতা পুলিশ
এর পাশাপাশি ক্যান্সারের মত মারণ রোগের ওষুধ দ্রুত আবিষ্কার করে বিশ্বকে ক্যান্সার মুক্ত করার লক্ষে বার্তা দিলেন মমতা।