Mamata Banerjee: আলিপুরে রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

লকডাউনের কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে আজও রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি (CM Mamata Banerjee)। শুক্রবার কালীঘাট (Kalighat) ও আলিপুরে (Alipore) ফুটপাথবাসী এবং রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং স্থানীয় কাউন্সিলররা। নিজে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার পাশাপাশি দাঁড়িয়ে থেকে চাল-ডাল-পেঁয়াজ বিলির তদারকি করেছেন মুখ্যমন্ত্রী।

খাদ্য সামগ্রী বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: Facebook)

কলকাতা, ২৭ মার্চ: লকডাউনের কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে আজও রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি (CM Mamata Banerjee)। শুক্রবার কালীঘাট (Kalighat) ও আলিপুরে (Alipore) ফুটপাথবাসী এবং রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং স্থানীয় কাউন্সিলররা। নিজে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার পাশাপাশি দাঁড়িয়ে থেকে চাল-ডাল-পেঁয়াজ বিলির তদারকি করেছেন মুখ্যমন্ত্রী।

পরশু হাসপাতালগুলি পরিদর্শন করেন মতা ব্যানার্জি। গতকাল কলকাতার বাজারগুলি পরিদর্শনের পর আজ তিনি যান আলিপুরে। লকডাউন এর ফলে মানুষ রাস্তায় না বেরোনোয় সমস্যায় রিকশা চালকরা। আজ নিজের হাতে তিনি খাবার তুলে দেন তাঁদের। আলিপুররে পর কালীঘাটে নাইট শেল্টারে থাকা মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। আরও পড়ুন: Kolkata: লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

গতকাল পুলিশ কমিশনার অনুজ শর্মাকে (Anuj Sharma) সঙ্গে নিয়ে পোস্তা (Posta) বাজারে যান মুখ্যমন্ত্রী। পাইকারি বাজার খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি সবজি বিক্রেতাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করতে বলেন। পোস্তার পর জানবাজারে যান মুখ্যমন্ত্রী। নিজে রাস্তায় ১ মিটার দূরত্বে পর পর গোল করে বৃত্ত এঁকে দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে। তঁদের বুঝিয়ে ও দেখিয়ে দেন কীভাবে ক্রেতদের মালপত্র বিক্রি করবেন। তবে শুধু সাধারণ মানুষের কথায় ভাবছেন না মুখ্যমন্ত্রী। তাঁর মাথায় রয়েছে পশুপাখিদের রক্ষা করার বিষয়টিও। তাই রফি আহমেদ কিয়োদাই রোড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরে লেক মার্কেটে যান মুখ্যমন্ত্রী। লকডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে অসুবিধা না হয়, এবং করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাজারে যাতে সবরকম সতর্কতা অবলম্বন করা হয় সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন তিনি।