Mamata Banerjee at Bankura Live: 'নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন অমিত শাহ', স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ মমতা বন্দোপাধ্যায়ের

ভাঙা পা নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফের জনসভায় অংশগ্রহণ করেছেন। বাঁকুড়ার মেজিয়ায় আজকের সভার শুরু করেন। গতকাল পুরুলিয়ায় জোড়া সভা করার পর আজ বাঁকুড়ায় তিনটি রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর সোমবারই প্রথম হুইল চেয়ারে বসে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ঝালদা ও বলরামপুরে জনসভা করেন তিনি।

মমতা বন্দোপাধ্যায়

কলকাতা, ১৬ মার্চ: ভাঙা পা নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee) ফের জনসভায় অংশগ্রহণ করেছেন। বাঁকুড়ার মেজিয়ায় (Mejia) আজকের সভার শুরু করেন। এরপর যান ছাতনায়। গতকাল পুরুলিয়ায় জোড়া সভা করার পর আজ বাঁকুড়ায় তিনটি রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর সোমবারই প্রথম হুইল চেয়ারে বসে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ঝালদা ও বলরামপুরে জনসভা করেন তিনি।

ছাতনার সভায় মমতা বন্দোপাধ্যায়-

মেজিয়ার সভায় তৃণমূল সুপ্রিমো-

আজ সভার শুরুতেই নির্বাচন কমিশন (ECI) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। কমিশনকে কেন নির্দেশ দেবেন অমিত শাহ? প্রশ্ন রাখেন তিনি। কলকাতায় বসে চক্রান্ত করছেন, রাজ্যের প্রত্যেকটি কাজে হস্তক্ষেপ করছেন অমিত শাহ বলে দাবি তাঁর। নির্বাচনের আগে নন্দীগ্রাম আন্দোলনকারীদের নোটিস পাঠানো, সরকারি অফিসার, রাজনৈতিক ব্যক্তিত্বদের হেনস্থা করা নিয়ে অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বহিরাগতদের দিয়ে গায়ের জোরে ভোট করানো যাবে না, বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও পড়ুন, হুইল চেয়ারে আজ বাঁকুড়ার তিনটি জনসভায় মমতা, শনি-রবি থাকবেন নন্দীগ্রামে

বিজেপিকে নিশানা করে বলেন,সভায় লোক হচ্ছে না বলে ভয় দেখাচ্ছে বিজেপি। বাংলার মানুষ আপনাদের পছন্দ করে না। পাশাপাশি এও প্রতিশ্রুতি দেন লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে। 'জো হামসে টাকরায়েগা চুরচুর হো জায়েগা', 'আমাকে খুন করলে গোল্লা পাবে', হুঁশিয়ারি দেন বিজেপিকে।