Coronavirus In Kolkata: গার্ডেনরিচ শিপবিল্ডার্সের নিরাপত্তায় থাকা ৩৮ CISF কর্মী করোনা আক্রান্ত

বুধবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ৪১ জন জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা করোনা আক্রান্ত হয়েছেন কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (Garden Reach Shipbuilders & Engineers) পোস্টিং জওয়ানরা। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিআইএএফ (CIAF) ইউনিটে এখন ৩৮টি অ্যাক্টিভ করোনা কেস রয়েছে। সোমবার বছর পঞ্চান্নর CISF-র এক ASI র‌্যাঙ্কের কর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। CISF-এ এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর আগে কলকাতায় ভারতীয় যাদুঘর এবং মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে করমর্ত দুই কর্মীর মৃত্যু হয়।

Representational Image | (Photo Credit: PTI)

কলকাতা, ১৩ মে: বুধবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ৪১ জন জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা করোনা আক্রান্ত হয়েছেন কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (Garden Reach Shipbuilders & Engineers) পোস্টিং জওয়ানরা। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিআইএএফ (CIAF) ইউনিটে এখন ৩৮টি অ্যাক্টিভ করোনা কেস রয়েছে। সোমবার বছর পঞ্চান্নর CISF-র এক ASI র‌্যাঙ্কের কর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। CISF-এ এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর আগে কলকাতায় ভারতীয় যাদুঘর এবং মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে করমর্ত দুই কর্মীর মৃত্যু হয়।

সেন্ট্রাল আর্মড ফোর্সে কর্মরত এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে CISF-তে। এছাড়া BSF-এ ২ জন ও CRPF-এ এজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিল্লি মেট্রোয় মোতায়েন CISF কর্মীদের মধ্যে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। এখনও পর্যন্ত এখানে ২৪ জন আক্রান্ত। সারা দেশে এই সংখ্যাটা ১০৯। আরও পড়ুন: Coronavirus In West Bengal: কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ পুলিশকর্মী

তথ্য মতে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন CISF-র ২৮ জন করোনায় আক্রান্ত। অন্যদিকে আমেদাবাদ বিমানবন্দরে ৫ জন এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জন করোনা আক্রান্ত।