Debendra Nath Ray Death Case: বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী চন্দিমা রায়

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (BJP MLA Debendra Nath Roy) মৃত্যুতে সিবিআই (CBI) তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী চন্দিমা রায় (Chandima Roy)। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেছেন। সিআইডি (CID) বর্তমানে এই মামলাটির তদন্ত করছে। দলীয় বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে রাজ্যজুড়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি।

কলকাতা হাইকোর্ট (Photo Credit: PTI)

কলকাতা, ১৭ জুলাই: বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (BJP MLA Debendra Nath Roy) মৃত্যুতে সিবিআই (CBI) তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী চন্দিমা রায় (Chandima Roy)। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেছেন। সিআইডি (CID) বর্তমানে এই মামলাটির তদন্ত করছে। দলীয় বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে রাজ্যজুড়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি।

সোমবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিন্দাল গ্রামে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে বলে দাবি করে, মঙ্গলবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ্ ডাকে রাজ্য বিজেপি। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বিধায়কের। শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আরও পড়ুন: Debendra Nath Ray Death Case: বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করল সিআইডি

বিজেপি বিধায়কের মৃত্যুতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতের নাম নিলয় সিং। রায়গঞ্জের একটি আদালত তাকে ১০ দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে। তবে এখনও অধরা মালদার বাসিন্দা অন্য অভিযুক্ত মাবুদ আলি। দেবেন্দ্র নাথ রায়ের সুইসাইড নোটে এই ২ জনের নাম রয়েছে। মাবুদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।