Electricity Restored Major Parts Of Kolkata: শহরের বিভিন্ন জায়গায় ফিরেছে বিদ্যুৎ, রাজ্যকে জানাল CESC
অবশেষে শহরের বিভিন্ন জায়গায় ফিরল বিদ্যুৎ (Electricity)। রাজ্য সরকারকে জানাল CESC। ঘূর্ণিঝড় আম্ফানের পর পেরিয়ে গেছে ৪দিন। যদিও শহরের বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎহীন। জলে র পরিষবাও মিলছে না। আর সেই কারণে বিদ্যুৎ-জল-মোবাইল পরিষেবা স্বাভাবিক হল না, এই নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। বিদ্যুৎ ফেরানোর দাবিতে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত। বিভিন্ন জেলায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
কলকতা, ২৪ মে: অবশেষে শহরের বিভিন্ন জায়গায় ফিরল বিদ্যুৎ (Electricity)। রাজ্য সরকারকে জানাল CESC। ঘূর্ণিঝড় আম্ফানের পর পেরিয়ে গেছে ৪দিন। যদিও শহরের বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎহীন। জলে র পরিষবাও মিলছে না। আর সেই কারণে বিদ্যুৎ-জল-মোবাইল পরিষেবা স্বাভাবিক হল না, এই নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। বিদ্যুৎ ফেরানোর দাবিতে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত। বিভিন্ন জেলায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
আজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের (Department of Home) তরফে টুইটে জানানো হয়েছে, শহরের কোথায় কোথায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক হয়েছে তা জানিয়েছে CESC। তারা জানিয়েছে, যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শীলপাড়া, লেকটাউন, যশোর রোড, নাগেরবাজার, রাস বিহারী কানেক্টর, বিবি চ্যাটার্জি রোড এলাকায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, শহরের বেশিরভাগ জল এবং নিকাশী পাম্পিং স্টেশনগুলিও কাজ শুরু করেছে। আরও পড়ুন: Cyclone Amphan: "তিন দিন আগেই সেনা ডাকা উচিত ছিল, ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখর
অন্যদিকে,পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড জানিয়েছে, সল্টলেক ও নিউটাউনে ফিরেছে বিদ্যুৎ। বাগুইআটি, তেঘড়িয়া, কেষ্টপুর, বাঁশদ্রোণীর একাংশেও ফিরেছে বিদ্যুৎ। বারাসাত, গড়িয়ার একাংশেও বিদ্যুৎ পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে। জেলায় কাঁথি, তমলুক, এগরার একাংশে বিদ্যুৎ ফিরে এসেছে। মোট ৩০০টি সাবস্টেশন আম্ফানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে ৯০ শতাংষ সাবস্টেশন খেকে বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছে।