CBI Summons Anubrata Mandal: সোমবার, গরু পাচার কাণ্ডে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকল সিবিআই
ইডি-র গেরো কাটতে না কাটতেই ফের সিবিআই। এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই (CBI Summons Anubrata Mandal) । সোমবার সকাল ১১ টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
কলকাতা, ৫ অগাস্ট: ইডি-র গেরো কাটতে না কাটতেই ফের সিবিআই। এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই (CBI Summons Anubrata Mandal) । সোমবার সকাল ১১ টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আদৌ সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি নিজাম প্যালেসে যাবেন কি না, তা সময় বলে দেবে। কারণ এর আগে বহু বার সিবিআইয়ের ডাক পেয়েও নিজাম প্যালেসে পৌঁছায়নি অনুব্রত মণ্ডলের গাড়ি। বরং তাঁর চিনার পার্কের বাড়ি থেকে গাড়ি বেরিয়ে এসএসকেএমে পৌঁছে গেছে। আরও পড়ুন-Bengaluru Shocker: মানসিক প্রতিবন্ধী শিশুকন্যাকে ৫ তলা থেকে ছুঁড়ে ফেলল মা, দেখুন শকিং ভিডিও
এদিকে দুদিন আগেই বীরভূমে আর এক তদন্তকারী সংস্থা ইডি-র তরফে তল্লাশি অভিযান চালানো হয়। সেই অভিযানে অনুব্রত ঘনিষ্ঠ এক নেতার বাড়িতেও চলে তল্লাশি। শোনা যাচ্ছে, সেখান থেকে বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে। ঠিক তার পরে পরেই সিবিআই গরু পাচার কাণ্ডে অনুবর্ত মণ্ডলকে ডেকে পাঠানোয় অনেকেই দুয়ে দুয়ে চার করছেন।
অন্যদিকে ইতিমধ্যেই অনুব্রতম মণ্ডলের ছায়াসঙ্গী সায়গলকে ডেকে পাঠিয়ে হেফাজতে নিয়েছে সিবিআই। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। সূত্রের খবর, সিবিআই কর্তাদের জেরার সামনে পড়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সায়গল। সেই জেরায় বেরনো তথ্যের সূত্র ধরেই অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব করল কি না, তা সোমবারই বোঝা যাবে।