রোজ়ভ্যালি মামলায় মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিল CBI, তলব অর্থ দফতরের বিশেষ আধিকারিককে

Rose Valley Scam-রোজ়ভ্যালি (Rose Valley) মামলায় এবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিল সিবিআই (CBI)। তদন্তে অর্থ দফতরের এক বিশেষ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজ়ভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই আধিকারিককে। শুক্রবার তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার জন্য বলা হয়েছে।

নবান্ন (PHOTO: wikimedia)

কলকাতা, ১৬ অক্টোবর: Rose Valley Scam-রোজ়ভ্যালি (Rose Valley) মামলায় এবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিল সিবিআই (CBI)। তদন্তে অর্থ দফতরের এক বিশেষ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজ়ভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই আধিকারিককে। শুক্রবার তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার জন্য বলা হয়েছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, বুধবার দুপুরে নবান্নে (Nabanna) যায় সিবিআই-এর একটি দল। রোজ়ভ্যালি তদন্তে প্রয়োজনীয় নথি চেয়ে ২টি চিঠি পাঠানো হয়েছে। একটি রাজ্যের মুখ্যসচিবকে ও অপরটি অর্থ দফতরে। রোজভ্যালির জমি সংক্রান্ত নথিও চেয়েছে সিবিআই। রোজ়ভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল অবিলম্বে সিবিআই দফতরে পাঠানোর জন্য বলা হয়েছে চিঠিতে

সিবিআই-র অভিযোগ, রোজ়ভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল এখনও রাজ্য পুলিশের হাতে রয়েছে। বারেবারে চেয়েও সেই ফাইল ও নথি চেয়ে পুলিশ হস্তান্তর করেনি। রাজ্য পুলিশ তাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করেনি। আরও পড়ুন: নৈহাটি পুরসভা: বিজেপিকে ২৪-০-এ হারিয়ে ক্ষমতায় তৃণমূল

২০১২ সাল নাগাদ জমি নিয়ে রোজ়ভ্যালি সংস্থার বিভিন্ন কারবারে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী ছিল? সেটাই খতিয়ে দেখতে চায় সিবিআই। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাচের তলায় এখন রোজ়ভ্যালির ব্যবসায় রাজ্য সরকারের ভূমিকা।