CBI at Menaka Gambhir's House: অভিষেক ব্যানার্জির শ্যালিকার বাড়িতে সিবিআই, চলবে জিজ্ঞাসাবাদ

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (TMC MP Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বাড়িতে পৌঁছল সিবিআই (CBI)। দু'জন মহিলা অফিসার সহ আটজন শ্যালিকার বাড়িতে উপস্থিত হন। তাঁর ফ্ল্যাটের কমপ্লেক্সের ভিতর পায়ে হেঁটেই ঢোকেন অফিসারেরা। সাংবাদিকেরা থাকার কারণে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আর কিছুক্ষণের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাওয়ায় তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিলেন রুজিরা। কাল সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সময় দিলেন রুজিরা।

অভিষেক ব্যানার্জি (Picture Credits: Facebook)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (TMC MP Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বাড়িতে পৌঁছল সিবিআই (CBI)। দু'জন মহিলা অফিসার সহ আটজন শ্যালিকার বাড়িতে উপস্থিত হন। তাঁর ফ্ল্যাটের কমপ্লেক্সের ভিতর পায়ে হেঁটেই ঢোকেন অফিসারেরা। সাংবাদিকেরা থাকার কারণে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আর কিছুক্ষণের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাওয়ায় তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিলেন রুজিরা। কাল সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সময় দিলেন রুজিরা।

কয়লা পাচারের অর্থ বিদেশের ব্যাঙ্কে লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সাংসদের শ্যালিকাকে। রবিবার অভিষেকের স্ত্রী ঋতুজা ব্যানার্জিকে নোটিস পাঠায় সিবিআই। বেলা ২টো নাগাদ অভিষেকের কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িতে যান ৬ সদস্যের সিবিআই আধিকারিকেরা। রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের জন্য তাঁকে নোটিস দেওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে ১৬০ ধারায় নোটিস জারি করা হয়। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করাতে চায় সিবিআই আধিকারিকেরা। তাঁর বিরুদ্ধে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ রয়েছে বলে জানানো হয়। কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে দাবি সিবিআই আধিকারিকদের। আরও পড়ুন, স্ত্রীয়ের পর এবার অভিষেক ব্যানার্জির শ্যালিকাকে নোটিস সিবিআইয়ের

স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট করেন অভিষেক ব্যানার্জি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’