Rajeev Kumar: রাজীব কুমারের খোঁজে রাজ্য পুলিশের ডিজি-কে ফের চিঠি দিল সিবিআই

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar) কোথায় তা জানতে রাজ্য পুলিশের ডিজি (DG) বীরেন্দ্রকে আবারও চিঠি দিল সিবিআই (CBI)। আগে যা জানা গেছিল তাতে আজই শেষ হওয়ার কথা রাজীব কুমারের ছুটির মেয়াদ। তাই ডিজিকে দেওয়া নতুন চিঠিতে ফের এডিজি (সিআইডি)-র অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।

রাজীব কুমার (Photo Credits: IANS/File)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar) কোথায় তা জানতে রাজ্য পুলিশের ডিজি (DG) বীরেন্দ্রকে আবারও চিঠি দিল সিবিআই (CBI)। আগে যা জানা গেছিল তাতে আজই শেষ হওয়ার কথা রাজীব কুমারের ছুটির মেয়াদ। তাই ডিজিকে দেওয়া নতুন চিঠিতে ফের এডিজি (সিআইডি)-র অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা। রাজীব কুমারের খোঁজে এর আগেও ডিজি-কে চিঠি দিয়েছিল সিবিআই। ডিজিপিকে দেওয়া ২টি চিঠিতে ছুটিতে রাজীব কুমার কোথায় আছেন সেই সম্পর্কে জানতে চাওয়া হয়। পাশাপাশি, তাঁকে অবিলম্বে হাজিরার জন্য পাঠাতে বলা হয়।

জবাবি চিঠিতে তখন রাজীবের ছুটি, মোবাইল ফোন অফ থাকার বিষয়ে একাধিক তথ্য জানানো হয়েছিল। কিন্তু এডিজি (সিআইডি) রাজীবের বর্তমান পরিস্থিতির বিষয়ে কী তথ্য রয়েছে, তা জানতেই ফের চিঠি দিল সিবিআই। আরও পড়ুন:  সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে সর্বোচ্চ নাগরিক সম্মান, জাতীয় সংহতি রক্ষার্থে পুরস্কার দেবে স্বরাষ্ট্র মন্ত্রক

আজই শেষ হচ্ছে রাজীব কুমারের ছুটির মেয়াদ। সেক্ষেত্রে হিসেব মতো আগামীকাল কাজে যোগ দেওয়ার কথা রাজীব কুমারের। তাই রাজীব কুমার এই মুহূর্তে কোথায় আছেন, তা জানতে চেয়েই আবার ডিজিকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবিলম্বে চিঠির উত্তর দিতে বলা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর, এখনও সেই চিঠির উত্তর আসেনি।

দুদিন আগেই সারদার (saradha) পর রোজভ্যালি কাণ্ডেও (rose valley scam) রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সেই নোটিসের জবাবে রাজীব কুমার সময় চান সিবিআই-র কাছে। সিবিআই-কে দেওয়া জবাবে তিনি জানিয়েছিলেন, ৩০ তারিখ পর্যন্ত ছুটিতে আছেন। ৫ দিন ছুটি হঠাৎ কী করে বেড়ে গেল? উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, রাজীব কুমারের ছুটি আরও ৫ দিন বৃদ্ধি করেছে নবান্ন (nabanna)।