Anubrata Mandal: টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হয় সম্প্রতি। কিন্তু নিজাম প্যালেসে পৌঁছনোর আগে শারীরিক অসুস্থতাবোধ অনুভব করায় এসএসকেএমে চলে যান তৃণমূল নেতা।
কলকাতা, ১৯ মে: টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিস থেকে বের হলেন তৃণমূল নেতা (TMC) অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিজাম প্যালেস থেকে বেরনোর পর ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে শোনা যায়নি তৃণমূল কংগ্রেসের বীরভূমের (Birbhum) জেলা সভাপতিকে। বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন অনুব্রত মণ্ডল। নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তৃণমূল নেতা। এরপর থেকে টানা ৪ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোন অনুব্রত।
প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হয় সম্প্রতি। কিন্তু নিজাম প্যালেসে পৌঁছনোর আগে শারীরিক অসুস্থতাবোধ অনুভব করায় এসএসকেএমে চলে যান তৃণমূল নেতা। এসএসকেএমে বেশ কয়েকদিন চিকিৎসার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, তাঁকে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: Assam Flood: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে যাচ্ছে রাস্তা, বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ
এরপর বুধবার সিববিআই দফতরে হাজিরা দেবেন বলে জানান অনুব্রত মণ্ডল। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে দেখা যায় অনুব্রতকে।