Cattle-Smuggling Case: এখনও বেপাত্তা বিনয় মিশ্র, ভাই বিজয়কে নোটিশ সিবিআইয়ের
গরুপাচার কাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিজয় মিশ্রকে নোটিশ পাঠালো সিবিআই। তিনি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিরও বেশ ঘনিষ্ঠ বলে জানা যায়। গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত লালা এবং বিনয় মিশ্র এখনও বেপাত্তা। এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে রাজ্য পুলিশের দুই পুলিশ অফিসারকে।
নতুন দিল্লি, ৬ মার্চ: গরুপাচার কাণ্ডে (Cattle-Smuggling Case) তৃণমূল নেতা বিনয় মিশ্রের (Binay Mishra) ভাই বিজয় মিশ্রকে নোটিশ পাঠালো সিবিআই (CBI)। তিনি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিরও বেশ ঘনিষ্ঠ বলে জানা যায়। গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত লালা এবং বিনয় মিশ্র এখনও বেপাত্তা। এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে রাজ্য পুলিশের দুই পুলিশ অফিসারকে।
বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যার জন্য আদালতের মাধ্যমে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করা হয়েছে। ইন্টারপোলের অনুমতি পাওয়ার পরেই রেডকর্নার নোটিশ জারি হবে এবং তা পাঠানো হবে বিভিন্ন দেশে। সেই সময় ভিন দেশে থাকা বিনয় মিশ্রকে সেখানে লুকিয়ে থাকতে বেগ পেতে হবে। পুলিশের অনুমান, দুবাইতে গা ঢাকা দিয়েছে বিনয়। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ১৮,৩২৭ জন, মৃত্যু ১০৮ জনের
সিবিআই-এর কাছে বিনয় মিশ্র শুধু গরু পাচার কাণ্ডেই অভিযুক্ত নয়। সে কয়লা পাচার কাণ্ডেও অভিযুক্ত। ফলে তাঁকে হেফাজতে নিতে পারলে একসঙ্গে অনেক মামলার কাজে এগোনো যাবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি বিনয় মিশ্রের কাছে অন্তত তিনটি পাসপোর্টে রয়েছে। ভারত-বাংলাদেশের পাশাপাশি দুবাইয়ের পাসপোর্টও রয়েছে তাঁর কাছে। ৮ মার্চ তাঁকে সিবিআই দফতরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।