Anubrata Mandal: বীরভূম থেকে মুর্শিদাবাদে পাচার হত গরু? সূত্র খুঁজছে সিবিআই

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে বুধবার বোলপুরে যায় সিবিআই। তবে কথা বলার অবস্থায় নেই বলে সিবিআই আধিকারিকদের ফেরৎ পাঠান সুকন্যা। ফলে সুকন্যাকে কবে আবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন, সে বিষয়ে এখখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Anubrata Mandal (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৮ অগাস্ট:  যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে গরু পাচার মামলার জট। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)  হাত ধরে বীরভূম (Birbhum) থেকে মুর্শিদাবাদেও গরু পাচার হত। এবার এমন তথ্যই হাতে আসতে শুরু করেছে সিবিআইয়ের। এই কাজে অনুব্রত মণ্ডলকে সাহায্য করতেন সায়গল হোসেন এবং এনামূল। সিবিআই (CBI) সূত্রে এমন খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। যা নিয়ে গরু পাচার মামলায় ফের নতুন করে রহস্যের জট জড়াতে শুরু করেছে।

এদিকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে বুধবার বোলপুরে যায় সিবিআই। তবে কথা বলার অবস্থায় নেই বলে সিবিআই আধিকারিকদের ফেরৎ পাঠান সুকন্যা। ফলে সুকন্যাকে কবে আবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন, সে বিষয়ে এখখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্সে সংক্রমিত ৩৫ হাজার, নয়া ভাইরাসের দাপট বাড়তেই চূড়ান্ত সতর্ক WHO

অন্যদিকে সুকন্যাকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদের তোড়জোড় করছে, সেই সময় কলকাতা হাইকোর্টের তরফেও তলব করা হয় অনুব্রত-কন্যাকে। টেট  না দিয়ে সুকন্যা চাকরি পেয়েছেন। আইনজীবী ফিরদৌস শামিমের হলফনামার প্রেক্ষিতে বৃহস্পতিবার সুকন্যাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে।