HC On Physical Relationship And Rape: সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছিল, ধর্ষণে অভিযুক্তকে মুক্তি দিয়ে জানাল কলকাতা হাইকোর্ট

সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছিল বলে জানিয়ে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করে দিল কলকাতা হাইকোর্ট।

Photo Credits: Wikimedia commons

কলকাতা: সম্মতির (Consensual ) ভিত্তিতে শারীরিক সম্পর্ক (Physical Relationship) হয়েছিল বলে জানিয়ে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস (Acquits Man In Rape Case) করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি ধর্ষণের অভিযোগ দায়ের করা মহিলা নিজের বয়সের সঠিক প্রমাণ না দিতে পারায় তাঁর নাবালিকা অবস্থায় ধর্ষিতা হওয়ার বিষয়টিও আদালতে প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে।

নিজের ওই অভিযোগে ওই মহিলা দাবি করেছিলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ও ৩৭৬ নম্বর ধারায় একটি এফআইআর দায়ের করে।

২০২১ সালের ১৮ জানুয়ারি নিন্ম আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষীসাব্যস্ত করে সাজা শোনায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে ছিলেন ওই ব্যক্তি। তার ভিত্তিতে শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রাশেদির ডিভিশন বেঞ্চে অভিযোগকারিণী জানান, তাঁর সঙ্গে ১০ বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল অভিযুক্তের। মেয়েটির যখন ১৩ বছর বয়স তখন একাধিকবার একটি নির্দিষ্ট গ্রামে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

যদিও আরও শুনানির পর জানা যায়, মেয়েটির বর্তমান বয়স ৩৭। আর অভিযুক্তকে বিয়ে করার জন্যই তিনি মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করেছিলন। ভালোবাসার পরিণতিতেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বলেও স্বীকার করেন। মেয়ের বাবা, ঠাকুর্দা এবং বোনও নিজের চোখে মেয়েটিকে ধর্ষণ করতে দেখেননি বলে জানান। সবদিক খতিয়ে দেখার পর হাইকোর্ট জানায়, এই মামলার ক্ষেত্রে উভয়ের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল বলে প্রকাশ পেয়েছে। তাই অভিযুক্তকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল। আরও পড়ুন: Amit Shah: মঙ্গলবার শহরে আসছেন অমিত শাহ, খোলা হাওয়ার অনুষ্ঠানে সায়েন্স সিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী