National Anthem Disrespect Case: ফের ধাক্কা রাজ্য সরকারের! জাতীয় সঙ্গীত অবমামনা মামলায় বিজেপি বিধায়কদের স্বস্তি ডিভিশন বেঞ্চেও

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমামনার মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায় বজায় রেখে এই মামলায় গেরুয়া শিবিরের বিধায়কদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও।

ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: বিজেপি বিধায়কদের (BJP's MLA) বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমামনার মামলায় (National Anthem Insulting Case) ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায় বজায় (upheld) রেখে এই মামলায় গেরুয়া শিবিরের বিধায়কদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও (Calcutta High Court Division Bench)। আরও পড়ুন: Suvendu Attacks Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির রানী বলে আক্রমণ, ভিডিয়োতে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দায়ের করা এই মামলায় বিজেপি বিধায়কদের (BJP legislator) বিরুদ্ধে চার্জশিট (charge sheet) দাখিল করার উপরে অন্তবর্তী স্থগিতাদেশ (interim stay) জারি করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। বুধবার উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। পরিষ্কার নির্দেশ দেয়, এই মামলায় অভিযুক্ত কোনও বিজেপি বিধায়ককে আদালতের পরবর্তী নির্দেশের আগে পূর্বানুমতি ছাড়া জেরার জন্য পুলিশ ডেকে পাঠাতে পারবে না। আরও পড়ুন: Ram Puja At Kalighat: কালীঘাটে রাম পুজো করার জন্য অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি