Unlock 1.0: লকডাউন কার মতামতের ভিত্তিতে তোলা হয়? জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
লকডাউন (lockdown) কীসের ভিত্তিতে, কার মতামতের ভিত্তিতে তোলা হয়েছিল? এই জবাব চেয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, লকডাউন কেন শিথিল করা হল? এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। আজ প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ারের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।
কলকাতা, ৫ জুন: লকডাউন (lockdown) কীসের ভিত্তিতে, কার মতামতের ভিত্তিতে তোলা হয়েছিল? এই জবাব চেয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, লকডাউন কেন শিথিল করা হল? এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। আজ প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ারের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।
আবেদনে মামলাকারী অনিন্দ্য সুন্দর দাস বলেন, "লকডাউন শুরু হয়েছিল বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। কিন্তু শিথিল করার সময় কার পরামর্শ নেওয়া হল?" আরও দাবি করেন, "এভাবে আনলক করার ফলে পরিস্থিতি আরও খারাপ হবে। সংক্রমণের সংখ্যা আরও বাড়বে।" আজ মামলার অনলাইনে শুনানির সময় মামলাকারী সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন। কোথাও প্রবাসী শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা, কোথাও আবার নিয়ম না মেনে বাসে ভিড় সংক্রান্ত বিষয় তিনি আদালতেরতুলে ধরেন। আরও পড়ুন: ISCON Kolkata Rath Yatra 2020: মাহেশের পর এবার বন্ধ কলকাতায় ইসকনের রথযাত্রা
এরপরই আনলক নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের জবাব চেয়ে হলফনামা তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১১ জুনের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্র ও রাজ্যকে।