GangaSagar Mela: কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলা, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
গঙ্গাসাগর মেলায় কোভিডবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে কড়াভাবে। গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
কলকাতা, ৭ জানুয়ারি: গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে তা শর্ত সাপেক্ষ। কোভিড বিধি মেনে গঙ্গাসাগরের মেলা হবে। পাশাপাশি, গঙ্গাসাগর মেলায় কোভিডবিধি (COVID 19) মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে কড়াভাবে। গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
কোভিডবিধি (Coronavirus) মেনে যে গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে যদি কোনও অসুবিধা হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে। গঙ্গাসাগর মেলায় যদি কোনও অনিয়ম হয়, তাহলে তা বন্ধ করতে হবে ততক্ষণাৎ। এমন নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: China: চিনের চংকিং শহরে ভয়াবহ বিস্ফরণ, ক্যান্টিনে আটকে বহু
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও (West Bengal) লাফিয়ে বাড়ছে করোনা। কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা যাতে না হয়, সে বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। এরপরই কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে।