IPL Auction 2025 Live

Calcutta HC Bans Fire Crackers: কালীপুজো থেকে ছটপুজো, রাজ্যে নিষিদ্ধ বাজি বিক্রি ও পোড়ানো

কলকাতা, ৫ নভেম্বর: কালীপুজো (Kaili Puja 2020) থেকে ছটপুজো পর্যন্ত রাজ্যের সলমস্ত জায়গা বাজি (Fire Crackers) পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট (High Court)। রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ এছাড়াও কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর মতো একই নিয়ম বলবৎ থাকছে কালীপুজোতে।

ফাইল ফোটো (Photo credits: Unsplash)

কলকাতা, ৫ নভেম্বর: কালীপুজো (Kaili Puja 2020) থেকে ছটপুজো পর্যন্ত রাজ্যের সলমস্ত জায়গা বাজি (Fire Crackers) পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট (High Court)। রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ এছাড়াও কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর মতো একই নিয়ম বলবৎ থাকছে কালীপুজোতেও।

আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বাড়ার আশঙ্কা রয়েছে করোনা রোগীদের। তাই, বাজি বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই মামলাতেই এবছর বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ আরও পড়ুন: Kalipuja 2020: অন্যবারের মত বড় করে কালীপুজোর আয়োজন না করার কথাই ভাবছেন শহরের পুজো উদ্যোক্তা, কমিটিগুলি

এবিপি আনন্দ-র খবর অনুযায়ী- বিচারপতি বলেন, "দুর্গাপুজোর মতোই বিধি নিষেধ মেনে হোক কালীপুজো। বাজি নিয়ে রাজ্যবাসীর সরকারের আবেদন মানা উচিত। করোনা মানুষের শ্বাসযন্ত্রে ক্ষতি করে। বাজিতে সেই ক্ষতি বাড়বে।" তিনি বলেন, "পুজো নির্দেশ বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অনুকরণীয়। অসাধারণ কাজ করেছে রাজ্য।"

আদালত জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর মতো একই নিয়ম বলবৎ থাকছে কালীপুজোতেও। আদালত জানিয়ে দিয়েছে, ৩০০ স্কয়্যার মিটারের মণ্ডপে সর্বাধিক ১০ জন প্রবেশ করতে পারবেন। ৫ মিটার দূরে করতে হবে নো এন্ট্রি জোন। এছাড়া ৩০০ স্কয়্যার মিটারের বেশি মণ্ডপের ক্ষেত্রে ৪৫ জনকে থাকার অনুমতি। ঢাকিরা ঢাক বাজাতে পারেন।