Cable TV: টাকা দিতে না পারলেও কাটা যাবে না কেবল টিভির কানেকশন, নির্দেশ রাজ্য সরকারের
লকডাউনের (Lockdown) কারণে ঘরবন্দী সাধারণ মানুষ। নেই কাজও। তাই সময় কাটানার জন্য ভরসা একমাত্র কেবল টিভি। এবার গ্রাহকদের স্বার্থে কেবল টিভি (Cable TV) নিয়ে নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার। অর্থাভাবে যদি কেউ এই সময়ে কেবল টিভির মাসিক টাকা দিতে না পারেন তবে সেই গ্রাহকের কানেকশন আগামী এক মাসের মধ্যে কেটে দেওয়া যাবে না। রাজ্যের কেবল সংস্থাগুলিকে মঙ্গলবার এমনই নির্দেশ দিল রাজ্য সরকার।
কলকাতা, ১ এপ্রিল: লকডাউনের (Lockdown) কারণে ঘরবন্দী সাধারণ মানুষ। নেই কাজও। তাই সময় কাটানার জন্য ভরসা একমাত্র কেবল টিভি। এবার গ্রাহকদের স্বার্থে কেবল টিভি (Cable TV) নিয়ে নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার। অর্থাভাবে যদি কেউ এই সময়ে কেবল টিভির মাসিক টাকা দিতে না পারেন তবে সেই গ্রাহকের কানেকশন আগামী এক মাসের মধ্যে কেটে দেওয়া যাবে না। রাজ্যের কেবল সংস্থাগুলিকে মঙ্গলবার এমনই নির্দেশ দিল রাজ্য সরকার।
মঙ্গলবার রাজ্যের তরফে নির্দেশে বলা হয়েছে, ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুসারে দেশে লকডাউন চলছে। তাই এপ্রিল মাসে কেবল টিভি কানেকশনের টাকা দিতে না পারলেও চালু থাকবে পরিষেবা। কোনও ভাবেই কাটা যাবে না কেবল কানেকশন। আরও পড়ুন: Kolkata: কলকাতায় খোঁজ মিলল ৩৯ জন বিদেশি মুসলিম ধর্মপ্রচারকের, পাঠানো হল কোয়ারান্টাইনে
মঙ্গলবারই রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান (Abdul Mannan) একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee)। তাতে তিনি লিখেছেন, "লকডাউনের কারণে বহু মানুষ আজ কর্মহীন। দিনমজুর, ক্ষেতমজুর, নির্মাণ শ্রমিক, বাড়িতে কাজে নিযুক্ত পরিচারিকা, রিকশা চালকসহ অসংখ্য অসংগঠিত শ্রমিকদের আজ কোনও রোজগার নেই। তাই কেবল টিভির সংযোগ চালু রাখতে টাকা দেওয়ার ক্ষমতা নেই অনেকের। তাই বিনামূল্যে টিভি দেখার সুযোগ করে দেওয়া হোক।" তারপরই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।